অভিষেকেই ৫ উইকেট তাসকিনের
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অভিষেকেই ভারতের বিপক্ষে ৫ উইকেট তুলে নিয়ে বিশ্বক্রিকেটে শুভ সূচণা করলেন পেসার তাসকিন আহমেদ।
ম্যাচের দ্বিতীয় স্পেলে এসে উইকেটের পিছনে মুশফিকের তালুবন্দি হতে বাধ্য করেন বিন্নিকে। এরপর অমিত মিশ্রকে এলবি’র ফাঁদে ফেলে নিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেট তুলে নেন তিনি। ভারত ২৩ ওভারে নয় উইকেট খুঁইয়ে করেছে ৯২ রান।
শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
টসে হেরে এর আগে ভারতের হয়ে ব্যাটিং সূচণা করতে আসেন রবিন উথাপ্পা এবং অজিঙ্কা রাহানে। বাংলাদেশের হয়ে প্রথমে মাশরাফি বোলিংয়ের দায়িত্ব পান। প্রথম ওভারের দ্বিতীয় বলেই রাহানের উইকেটটি তুলে নিয়েছেন মাশরাফি। রাহানেকে এলবি’র ফাঁদে ফেলেন তিনি।
বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। বৃষ্টির আগে প্রথম পাঁচ ওভার দুই বলে ভারত করেছিল এক উইকেটে ১৪ রান। ব্যাটিং ক্রিজে ছিলেন উথাপ্পা ও পুজারা। মাঠ সর্বশেষ পরিদর্শন শেষে ম্যাচের আম্পায়াররা সিদ্ধান্ত নেন খেলা পুনরায় শুরু হবে বিকাল চারটায়। ম্যাচটি ৪১ ওভারে হওয়ার সিদ্ধান্ত নেন তারা।
বৃষ্টির পর আবারো শুরু হয়েছিল খেলা। মাশরাফি, তাসকিনদের বোলিং তোপে দেখেশুনে ব্যাট চালাচ্ছিল ভারত। তবে তাসকিনের করা একটি বল উঠিয়ে মারতে গিয়ে উথাপ্পা ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন। এটি তাসকিনের জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক উইকেট। এরপরে জোড়া আঘাত হেনে এলবি’র ফাঁদে ফেলে অভিষিক্ত এই বোলার সাঝঘরে ফেরান রাইডুকে। এরপর তৃতীয় শিকার হিসেবে ফেরান পুজারাকে।
তাসকিনের তৃতীয় শিকারের পরে চাপে থাকা ভারতকে আরো চাপে ফেলেছিলেন আল আমিন হোসেন। নিজের তৃতীয় ওভারে প্যাটেলকে বোল্ড করে ফেরত পাঠান এই ডানহাতি পেসার।
এর আগে রায়না ২৭ রান করে রান আউট হন।
কমিয়ে আনা পাওয়ার প্লে’র আট ওভারে সফরকারীরা তুলেছে দুই উইকেটে ২৬ রান। দলীয় অর্ধশতক আসে ৭৫ বলে।