পদ্মা সেতু নির্মাণে চায়না ব্রিজের সঙ্গে চুক্তি সই

Ruposhibangla পদ্মা সেতু রূপসীবাংলাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অবশেষে মূল পদ্মা সেতু নির্মাণে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হোটেল রূপসী বাংলার উইন্টার গার্ডেনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পদ্মা বহুমুখী প্রকল্পের পরিচালক সফিকুল ইসলাম এবং চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ার কোম্পানি লিমিটেডের পক্ষে কোম্পানির চেয়ারম্যান লিউ জিমিং ইং চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে, পদ্মা সেতু নির্মাণে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান তাতে সাড়া দেয়। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে- ডেইলিম-এল অ্যান্ড টি জেভি, স্যামসাং সি অ্যান্ড টি করপোরেশন ও চায়না মেজর ব্রিজ। গত ২০ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান তিনটি মূল পদ্মা সেতু নির্মাণের কারিগরি প্রস্তাব জমা দেয়। তিনটি প্রতিষ্ঠানের কারিগরি প্রস্তাবই যোগ্য বিবেচিত হয়। এরপর প্রতিষ্ঠান তিনটির কাছ থেকে আর্থিক প্রস্তাব আহ্বান করা হয়। প্রতিষ্ঠানগুলোর অনুরোধে কয়েক দফা সময় বাড়ানো হয় আর্থিক প্রস্তাব জমা দেওয়ার। সর্বশেষ বর্ধিত সময়ের মধ্যে (২৪ এপ্রিল) একমাত্র কোম্পানি হিসেবে চায়না মেজর ব্রিজ আর্থিক প্রস্তাব জমা দেয়। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণ হলে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে দেশের জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ২ শতাংশ বাড়বে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। পদ্মা সেতু নির্মাণে ২০১১ সালে বিশ্ব ব্যাংকের সঙ্গে ১২০ কোটি ডলারের ঋণ চুক্তি হলেও পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠার পর বিষয়টি ঝুলে যায়। দীর্ঘ টানাপোড়েন শেষে ২০১২ জানুয়ারিতে দেশের সবচেয়ে বড় এ অবকাঠামো প্রকল্পে অর্থায়নে বিশ্ব ব্যাংককে ‘না’ বলে দেয় সরকার। সে সময় এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ২৯১ কোটি ডলার। বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি বাতিলের পর নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। জমি অধিগ্রহণ করে সেতুর সংযোগ সড়ক নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ