তারেকের শ্বশুরই সকল ক্ষমতার উৎস !

Taraq Saiyed 1সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন র‌্যাবের মত একটি সুশৃঙ্খল বাহিনীকে কলুষিত করেছেন র‌্যাব-১১’র সাবেক সিও সেনাবাহিনী থেকে চাকরী হারানো তারেক সাঈদ মোহাম্মদ। চাঞ্চল্যকর নারায়নগঞ্জের ৭ খুনের তিনিই অন্যতম নায়ক।
র‌্যাব-১১’র অধিনায়কের দায়িত্বে থেকে তারেক সাঈদ ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর হত্যার মূল পরিকল্পনাকারী এবং নির্দেশ দাতা। র‌্যাব সদর দপ্তর এবং পুলিশের রিমান্ডের জিজ্ঞাসাবাদে এবিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একটু পরে হলেও তারেক সাঈদ বুধবার নারায়নগঞ্জের আদালতে তার জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে তার দুই সহযোগী সাবেক র‌্যাব-১১র কর্মকর্তা আরিফ এবং রানাও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে অন্যতম এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব সারা দেশে সব মহলে প্রশংসিত হলেও তারেক সাঈদের মত কতিপয় কর্মকর্তার কারনে নন্দিত থেকে নিন্দিত হয়েছে। তদন্তে দোষি প্রমানিত হওয়া এমন অনেক র‌্যাব কর্মকর্তার কঠিন শাস্তিও হয়েছে। যেমনটি হওয়ার পথে র‌্যাব-১১’র সিও’সহ সাবেক তিন কর্মকর্তার।
নারায়নগঞ্জের নৃশংস ৭ খুনের নায়ক তারেক সাঈদের ক্ষমতার মূল উৎসই তার শ্বশুড় ক্ষমতাসীন আওয়ামী লীগের ঢাকা মহানগরের সাধারষ সম্পাদক। শ্বশুড়ের এই ক্ষমতায়ই তিনি ছিলেন এলিট ফোর্সে ক্ষমতাধর। এর পর শ্বশুড় যখন মন্ত্রী হিসেবে নতুন সরকারে শপথ নিলেন, তখন আর তাকে পায় কে? হাটতেন না মাটিতে পা ফেলে। শুধু যেন আকাশে উড়তেন। মানতেন না কাউকেই। যেমনটি ছিলেন র‌্যাবে আসার আগে সেনাবাহিনীতেও। সু-শৃংখল বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙ্গার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তবে একটু আশার কথা হচ্ছে, র‌্যাব সদরের মত রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও নারায়নগঞ্জের ৭ খুনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কাউকেই ছ্াড় দেয়া হচ্ছে না। র‌্যাব সদরের জিজ্ঞাসাবাদে র‌্যাব-১১’র সাবেক অধিনায়কসহ জড়িতদের বিচারের মুখোমুখি করতে সদর থেকে দেয়া হয়েছে সবুজ সঙ্কেত। তেমনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়য়ের দায়িত্ব নিজের হাতে রাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এমন নৃশংসতার সুষ্ঠু বিচার ও শাস্তির পক্ষে তাঁর অবস্থান তুলে ধরেছেন। ‘র‌্যাব-১১ থেকে সেনাবাহিনীতে প্রত্যাহার, সেনাবাহিনী থেকে অবসর, গ্রেফতার, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং সুষ্ঠু তদন্তের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ এ-সব কিছুই প্রধানমন্ত্রীর সবুজ সঙ্কেতের কারণে সম্ভব হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ