সাকিবের স্ত্রীকে উত্যক্তের মামলায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রীকে উত্যক্তের মামলায় প্রধান অভিযুক্ত রাহিদ রহমান খানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সাকিবের স্ত্রী উম্মে আহম্মেদ শিশিরকে স্টেডিয়ামে খেলা দেখার সময় উত্যক্ত করার ঘটনায় মামলাটি দায়ের করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানা ওসি মো. সালাউদ্দিন। তিনি জানান, গত ১৫ জুন স্টেডিয়ামে খেলা চলাকালিন এ উত্যক্তের ঘটনা ঘটে। পরদিন ১৬ জুন রাহিদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩ যুবককে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। এরপরই ভিডিও ফুটেজ দেখে রাহিদকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান ওসি। উল্লেখ্য, ১৫ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় প্রথম ম্যাচ চলাকালিন সাকিবের স্ত্রী শিশিরকে ভিআইপি গ্রান্ডস্টান্ডের চার দর্শক উত্যক্ত করে। পরে খেলা চলাকালিন সাকিব স্ত্রীর খোঁজ নিতে গেলে ঘটনাটি তাকে জানানো হলে বিসিবি’র কর্মরতদের সহায়তায় গ্যালারীতে গিয়ে ওই দর্শকদের ধরে এনে মারধর করেন সাকিব ও বিসিবি’র কর্মরতরা। পরে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর হস্তক্ষেপে তৎক্ষনাৎ বিষয়টি মিমাংসা করা হয়। এর পরদিন সাকিব মামলাটি করেন।