ফের র্যাব বিলুপ্তির দাবি ফখরুলের
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আবারো র্যাব বিলুপ্তির দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘র্যাব এখন প্রাতিষ্ঠানিকভাবে খুন, গুম এবং অপহরণের সঙ্গে জড়িয়ে পড়েছে। তারা টাকার বিনিময়ে মানুষ খুন করছে। এসব কারনেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছেন।’ বৃহস্পতিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফন্টের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘র্যাব দুভার্গ্যজনক ভাবে টাকা পয়সা লেনদেনের সঙ্গে জড়িয়ে পড়েছে। এব্যাপারে আশঙ্কার কথা এর আগেও আমরা বলেছি। বেগম খালেদা জিয়া এ কারণে র্যাব বিলুপ্তির কথা বলেছেন।’ তিনি বলেন, ‘র্যাবের এখন আর কোনো কার্যকারিতা নেই। এদের কার্যকারিতা শেষ হয়ে গেছে। এই কারণে বেগম খালেদা জিয়া অন্য একটি ইফেকটিভ বাহিনী গঠন করার কথা বলেছেন, যারা অন্যায় কাজের সাথে জড়িত থাকবে না। যারা তাদের এখতিয়ার বহির্ভূত কাজে লিপ্ত হবে না।’ সচিবালয়ের একটি অংশ আগারগাঁও সরিয়ে নেয়ার ব্যাপারে একনেকের বৈঠকে আলোচনা হয়েছে সেখানে প্রধানমন্ত্রী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার ওখান থেকে সরিয়ে নেয়ার ব্যাপারে কথাবার্তা হয়েছে এই ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এখনো অফিসিয়ালি কিছু জানি না এবং এ ব্যাপারে পত্রপত্রিকায় সেভাবে কোনো নিউজ আসেনি। ওই ধরণের একটা কথার ওপর ভিত্তি করে এই মুহূর্তে কোনো মন্তব্য করা সমাচিন হবে না।’