পাটগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

BSF বিএসএফরিপোর্টার, এবিসি নিউজ বিডি, লালমনিরহাটঃ জেলার পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে শিমুল প্রধান (২৮) নিহত হয়েছেন। বুধবার রাত দশটায় তিনি নিহত হন। বিজিবি ও এলাকাবাসী জানায়, বুধবার রাত দশটার দিকে ৭ জনের একদল গরু ব্যবসায়ী পাটগ্রাম উপজেলার শমসের নগর সীমান্তের ৮৬১ মেইন পিলারের ৭/৮ সাব পিলারের নিকট দিয়ে গরু আনতে যায়। এ সময় ভারতীয় বিএসএফের ৩৫ ফালাকাটা চুয়াঙ্গারখাতা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে অন্যরা পালিয়ে আসলেও বিএসএফে’র ছোড়া তিন রাউন্ড গুলি শিমুলের বুকে লাগে। এসময় আহত অবস্থায় সে দৌড়ে বাংলাদেশের ২’শ গজ ভেতরে প্রবেশ করে মাটিতে লুটিয়ে পড়ে। পরে সঙ্গীরা তাকে পাটগ্রাম হাসপাতালে আনার পথে সে মারা যায়। নিহত শিমুল প্রধান পাটগ্রাম উপজেলার ধবলসুতি গ্রামের খানপাড়া এলাকার মৃত মফিজার রহমান প্রধানের পুত্র। লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল শফিউল আলম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত শিমুল প্রধান বিএসএফের গুলিতে নিহত হয়েছে। এ ব্যাপারে প্রতিবাদপত্র পাঠানো ও পতাকা বৈঠকের আহবান জানানো হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ