প্রাণঘাতী বার্ড ফ্লুতে আক্রান্ত হতে পারে বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রাণঘাতী বার্ড ফ্লু এইচ৭এন৯ এ আক্রান্ত চীন; যা ভারত, বাংলাদেশে, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে ছড়িয়ে পড়তে পারে। সাম্প্রতিক গবেষণায় এমন তথ্য প্রকাশ করা হয়েছে। চীনে এই ভাইরাসের আক্রমণে ইতোমধ্যে বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়াও মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। গবেষকরা বলছেন, যেসব এলাকায় খাদ্য হিসেবে পাখি জাতীয় প্রাণীর চাহিদা রয়েছে সেসব এলাকায় এই ভাইরাসের প্রাদুর্ভাব বেশি দেখা গেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, চাইনিজ সেন্টার অফ ডিজিজ কনট্রোল অ্যান্ড প্রিভেনশনসহ আরও কিছু প্রতিষ্ঠানের গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। গবেষকরা আরও বলেন, উল্লিখিত স্থানগুলিতে ভাইরাস দ্বারা আক্রান্ত হবার বিষয়ে তারা সম্পূর্ণরূপ নিশ্চিত নন। তবে এ সব স্থানের বাজারে জীবন্ত পাখি বিক্রির কারণে ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। আগে থেকে সতর্ক হলে এ সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তারা উল্লেখ করেন। এইচ৭এন৯-এ আক্রান্ত হলে পাখিদের ভেতর উল্লেখযোগ্য কোনো লক্ষণ দেখা যায় না। এ কারণে অজ্ঞাতসারে এ ভাইরাসের ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুব বেশি।