শাস্তি কমতে পারে আশরাফুলের
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ম্যাচ পাতানোর দায়ে মোহাম্মদ আশরাফুলকে ৮ বছরের ক্রিকেট নির্বাসনে পাঠানো ছাড়াও জরিমানা করা হয়েছে ১০ লাখ টাকা। বিচারিক কার্যক্রম শেষে সাবেক বিচারপতি খাদেমুল ইসলামের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আশরাফুলসহ চারজনের বিভিন্ন মেয়াদী শাস্তির কথা জানান। তবে মোট চারটি অভিযোগে অভিযুক্ত আশরাফুলের শাস্তির মেয়াদ কমতে পারে তিন বছর। খাদেমুল ইসলাম এর ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন, ‘এই ৮ বছরের মধ্যে ৩ বছরের স্থগিত নিষেধাজ্ঞাও আছে। তবে এটা শর্তসাপেক্ষ। আগামী ৫ বছরে তাকে আইসিসি, এসিসি কিংবা বিসিবির আয়োজনে যে কোনো সময় দুর্নীতি বিরোধী কর্মশালা অথবা পুনর্বাসন কার্যক্রমে ডাকামাত্রই অংশ নিতে হবে। তাহলেই কেবল তার নিষেধাজ্ঞা ৩ বছর মওকুফ হতে পারে।’ তিন বছর শাস্তি কমলেও আশরাফুলের ক্রিকেটে ফেরা কঠিন। কেননা ততদিনে তার বয়স ছাড়িয়ে যাবে ৩৫ বছর। পাঁচ বছর বাইরে থাকার পর ওই বয়সে ক্রিকেটে ফেরা কঠিন। আপিল করার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক, ‘আমি আগেই দোষ স্বীকার করেছিলাম। শাস্তিটাও পেতে হবে জানা ছিল। তবে আপিলের একটা সুযোগ আছে। শাস্তির মেয়াদ কমাতে আমি সেটা করব।’ আট বছরের জায়গায় তিন বছর শাস্তির মেয়াদ কমানোর বিধান নিয়ে বললেন, ‘এই সুযোগটা আমি নিব। আইসিসি যখনই ডাকবে যাব। কারণ আমি ক্রিকেটে ফিরতে চাই। ৪০ বছরেও ক্রিকেট খেলেছেন জয়াসুরিয়া, আমি পারব না কেন?’ আপিল করতে হবে ২১ দিনের মধ্যে বিসিবি গঠিত ডিসিপ্লিনারি প্যানেলের প্রধান বিচারপতি আব্দুর রশীদের কাছে। আপিলের পরও যদি সাজার মেয়াদ না কমে, তাহলে সুইজারল্যান্ডের লুজানে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টেও যাওয়ার সুযোগ আছে আশরাফুলসহ অন্যদের।