নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

Narayongonj Rupgonjরিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ জেলার রূপগঞ্জ উপজেলায় বি ব্রাদার্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন দফা দাবিতে ঘণ্টাব্যাপী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় মহসড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করে শ্রমিকরা। এসময় তারা ইটপাটকেল নিক্ষেপসহ মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ারে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়। এদিকে, অবরোধের ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে মহাসড়কের প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ