ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, বাগেরহাটঃ বাগেরহাটের মোরেলগঞ্জে এক ছেলে তার বাবাকে ছুরিকাঘাত করে খুন করেছে। বৃহস্পতিবার সকালে মোরেলগঞ্জ উপজেলার বারুইখালী ইউনিয়নের দক্ষিণ সুতালড়ি গ্রামে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পারিবারিক বিরোধের জের ধরে রবিউল ইসলাম তার বাবাকে খুন করে পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত সালাম মীর (৫৫) দক্ষিণ সুতালড়ি গ্রামের মজিদ মীরের ছেলে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানান, নিহত সালাম মীরের ছেলে রবিউল ইসলাম (২৫) এলাকায় মোটরসাকেলে যাত্রী পরিবহন করে। কিছুদিন আগে সালাম মীর তার ছেলেকে ওই মোটরসাইকেলটি কিনে দেন। গত কয়েক দিন ধরে রবিউল কোন টাকা না দেওয়ায় সালাম মীর বুধবার ওই মোটরসাইকেলটি আটকে রাখেন। এনিয়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সালামের সঙ্গে তার ছেলে রবিউলের ঝগড়া হয়। এক পর্যায়ে রবিউল ঘরে থাকা ছুরি নিয়ে বাবাকে খুন করে পালিয়ে যায়। ওসি আসলাম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সালাম মীরের লাশ উদ্ধার করে ময়নাদতদেন্তর জন্য মর্গে পাঠিয়েছে। এঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে এবং ঘাতক ছেলেকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহত সালাম মীরের বড় ছেলে আলামীন মীরের দাবি, তার ভাই রবিউল বেশ কিছুদিন ধরে কিছুটা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। একারণেই সে ঝগড়াঝাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। রবিউল বিবাহিত এবং তার একটি শিশু সন্তান রয়েছে।