বিশ্বকাপ উন্মাদনায় চীনে ৩ মৃত্যু

Fifa World Cup 2014আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সমগ্র বিশ্বই এখন কাঁপছে বিশ্বকাপ জ্বরে। চীনের ফুটবলপ্রেমীরাও বিভোর ফুটবল-উন্মাদনায়। কিন্তু কয়েকজন চীনা ফুটবলপ্রেমীকে অকালে প্রাণ দিতে হলো এ উন্মাদনার কারণেই। চীনের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিশ্বকাপের খেলা দেখার কারণে প্রাণ হারিয়েছেন তিন চীনা নাগরিক। তাদের মধ্যে দুজনের মৃত্যু খেলা দেখার সময় হয়েছে বলে জানা গেছে। চীন ও ব্রাজিলের মধ্যে সময়ের পার্থক্য ১১ ঘণ্টা। ফলে বিশ্বকাপের খেলা দেখার জন্য চীনাদের ঘুম বাদ দিয়ে রাত জাগতে হচ্ছে। এ কারণে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। ঝউ নামের এক ব্যক্তি উরুগুয়ে-কোস্টারিকার ম্যাচ দেখার সময় হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। তিনি আগের দুই রাতে খেলা দেখার জন্য ঘুমাননি বলে জানা গেছে। সাংহাইয়ের হাসপাতালগুলিতে বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে জরুরি বিভাগে রোগীর সংখ্যা বেড়ে গেছে। এই রোগীদের ৪০ শতাংশ নিঃশ্বাস ও পাকস্থলীর সমস্যায় ভুগছেন। একজন চিকিৎসক জানান, অনিয়মিত ঘুমই এ সমস্যার অন্যতম কারণ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ