মায়ানমার সীমান্তে লিয়াজো অফিস হচ্ছে

bgb-ajij-ahammed আজিজ আহমেদরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশ-মায়ানমার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত হত্যা, মানবপাচার, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধসহ পারস্পরিক সমঝোতা বৃদ্ধিতে দুই দেশ একটি সমঝোতা অফিস (লিয়াজো) করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এক সংবাদ সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক (বিজিবি) মেজর জেনারেল আজিজ আহমেদ এ কথা বলেন। বিডিআর সদর দফতরে বাংলাদেশ-মায়ানমার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন হয়। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে মায়ানমার সীমান্তে বিজিবি সদস্য নিহত হওয়ার জেরে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এর পরে দু’দেশের উচ্চপর্যায়ে যোগাযোগ করে পতাকা বৈঠকে সম্পর্কের শিথিলতার জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দু’দেশের সমস্যা নিয়ে আলোচনা করা হয়।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ রোহিঙ্গা জঙ্গি সংগঠন রয়েছে বলে মায়ানমার থেকে জোর দাবি করা হয়। তবে তাদের দেওয়া তথ্য অনুযায়ি বাংলাদেশে এমন কোনো সংগঠন পাওয়া যায়নি। বিজিবির পক্ষ থেকে তাদের বিষয়টি জানানো হয়েছে।’ তিনি বলেন, ‘তাদের এ দাবি ভিত্তিহীন। বাংলাদেশ চায় মিয়ানমারের সঙ্গে একটি শান্তিপূর্ণ সম্পর্ক।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ