১৩ দফা দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি-২০১০ দ্রুত বাস্তবায়ন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন সরকারি শিক্ষক-কর্মচারীদের সমপরিমাণ করা, বাড়ি ভাড়া ও বিভিন্ন ধরনের ভাতা বৃদ্ধিসহ ১৩ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সম্প্রসারিত হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ড. নুর মোহাম্মদ তালুকদার।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম আহ্বায়ক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, সমন্বয়কারী রঞ্জিত কুমার সাহা ও অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর , অধ্যাপক ড.আজিজুর রহমান ও আলী আজগর প্রমুখ।
এ সময় শিক্ষক-কর্মচারী নেতারা অবিলম্বে তাদের দাবি পূরণে সরকারের প্রতি আহ্বান জানান। দাবি পূরণ না হলে ঈদের পরপরই আন্দোলনে নামার ঘোষণা দেন তারা।
১৩ দফা দাবির মধ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষানীতি- ২০১০ বাস্তবায়ন, সরকারি-বেসরকারি শিক্ষকদের বৈষম্য দূরীকরণ, সরকারি শিক্ষক-কর্মচারীর সমপরিমাণ বার্ষিক ইনক্রিমেন্ট, চাকরির বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণ, শিক্ষাবিষয়ক স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন, পদোন্নতি এবং বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নিয়োগ দিতে আলাদা শিক্ষা সার্ভিস কমিশন গঠন, বাড়িভাড়া, উৎসব ও মেডিকেল ভাতা দেয়া উল্লেখযোগ্য।