খালেদা জিয়ার রিট আবেদন খারিজ

khaleda zia বেগম খালেদা জিয়ারিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন হাইকোর্টের তৃতীয় বেঞ্চ। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের দুই মামলায় অভিযোগ গঠনকারী বিচারক বাসুদেব রায়ের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ও মামলাল কার্যক্রম স্থগিত চেয়ে বেগম খালেদা জিয়া এ রিট আবেদন করেন। গত ২৫ মে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বেগম খালেদা জিয়ার করা রিট আবেদনের বিষয়ে বিভক্ত রায় দেন হাইকোর্ট। বিচারক ফারাহ মাহবুব ও বিচারক কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিভক্ত রায় দেন। ওই দিন সিনিয়র বিচারক মামলার বিচারিক কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন। একই সঙ্গে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দুটির অভিযোগ গঠনকারী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায়ের নিয়োগ প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেন। তবে বেঞ্চের জুনিয়র বিচারক কাজী ইজারুল হক আকন্দ এ রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে আবেদন খারিজের আদেশ দেন। মামলার কার্যক্রম স্থগিতের আবেদনে বিভক্ত রায় হওয়ায় নিয়ম অনুযায়ী মামলার নথিপত্র প্রধান বিচারকর কাছে যায়। রোববার ওই আবেদনের নিষ্পত্তির জন্য প্রধান বিচারক তৃতীয় বেঞ্চ গঠন করেন। গত ১২ মে মামলা দুটির অভিযোগ গঠনকারী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায়ের নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন খালেদা জিয়া। এর আগে, গত ১৯ মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায়। এরপর থেকে এই দুই মামলার অভিযোগ গঠনের ওই আদেশ বাতিল চেয়ে আন্দোলন করে আসছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ