রাজনৈতিক অস্থিরতায় চ্যালেঞ্জের মুখে অর্থনীতি

abul mal abdul muhit আবুল মাল আব্দুল মুহিতরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সাম্প্রতিক সময়ে আমাদের অর্থনীতি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এর মধ্যে অবকাঠামোগত অনুন্নয়ন ও রাজনৈতিক অস্থিরতা অন্যতম। এসব সমস্যা মোকাবেলা করা না গেলে অর্থনীতিতে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এসব চ্যালেঞ্জের কারণে সাম্প্রতিক সময়ে উৎপাদন খাতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। শনিবার রাজধানীর রেডিসন হোটেলে বাংলাদেশ ইকোনমিক ফোরামের প্রথম সম্মেলনে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এর জন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করে তাকে কাজে লাগাতে হবে। আবুল মাল আব্দুল মুহিত বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে দেশের যে জনসংখ্যা আছে তাকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। তিনি আরও বলেন, অর্থনীতির গতিধারা ধরে রাখতে বিভিন্ন সেক্টরের সংশ্লিষ্টদের পরামর্শ অব্যাহত রাখা উচিত। এর ফলে সরকার লাভবান হবে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডাইলগ(সিপিডি)-এর চেয়ারম্যান রেহমান সোবহান। তিনি বলেন, আমাদের অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। কিন্তু কোন প্রক্রিয়ায় এ উন্নয়নকে টেকসই করা যায় সেটাই আমাদের ভাবতে হবে। আমাদের যে মূলধন আছে তার বুদ্ধিবৃত্তিক চিন্তা চেতনার মাধ্যমে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে বলে তিনি জানান। পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ