রাষ্ট্রপতি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাষ্ট্রপতি আবদুল হামিদকে বাংলাদেশে নতুন নির্বাচনের উদ্যোগ নেয়ার জন্য জাতিসংঘের মহাসচিব বান কি মুন অনুরোধ করলে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। এ ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রপতি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বিএনপির রাজনৈতিক কর্মশালা-৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান। মির্জা ফখরুল বলেন, ‘মেয়াদ শেষ হতে হতে দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে তা বলা মুশকিল। রাষ্ট্রপতি আস্থার জায়গাটা রাখেননি। তিনি জাতিসংঘে গিয়ে একটি ভুল কথা বলেছেন, যা জনগণের কথা নয়। রাষ্ট্রপতি জনগণের মূল আশা চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন।’ তিনি বলেন, ‘বর্তমানে যেটা বাস্তবতা সেটা হলো ১৫৪ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এই অবস্থায় রাষ্ট্রপতি জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে দেখা করলেন। মহাসচিব তাকে বললেন অতিদ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করার জন্য সংলাপের উদ্যোগ নেয়ার জন্য। রাষ্ট্রপতি বললেন মেয়াদ শেষের আগে এটার বিষয়ে আলোচনা হতে পারে না।’ বিএনপির এ ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে বলতে চাই, ‘তিনি দল মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে উঠবেন সেখানে তিনি দেশের ও জনগণের জন্য কাজ করবেন।’ জাতিসংঘের মহাসচিবের কাছে তার বক্তব্যের নিন্দা জানান ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি অতিদ্রুত বাংলাদেশে আরেকটি নির্বাচন দাবি করেন। জনগণ নির্বাচন চায় জানিয়ে ফখরুল বলেন, ‘জনগণের কথা তারা এখনই নির্বাচন চায়। কারণ এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই ক্ষমতায় থাকার। তারা আছে শুধু গায়ের জোরে দখলদার সেজে বন্দুকের জোরে। বন্দুকের বিপক্ষে নিরস্ত্র জনগণের লড়াই করাতো সম্ভব নয়।’ তিনি বলেন, ‘আদালতের রায় দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু আদালতের রায় দিয়ে রাজনীতি চলতে পারে না। রাজনৈতিক সংকটে রাজনৈতিকভাবে মেকাবেলা করা দরকার। আদালতের রায় দিয়ে নয়।’ ফরমালিনের বিরুদ্ধে সরকারি অভিযানের সমালোচনা করে তিনি বলেন, ‘এইভাবে সরকার ফরমালিনমুক্ত করতে গিয়ে কৃষকের ক্ষতি করছে। এর ফলে ফল ব্যবসায়িরা অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। এতে আমাদের অর্থনীতি চাপের মুখে পড়বে।’ তিনি বলেন, ‘টাকার বিনিময়ে ট্রাক ছেড়ে দিয়ে ফরমালিনমুক্ত করা যাবে না। এর মূলে যে সমস্যা সেখানে হাত দিতে হবে।’ আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ বিভক্তের রাজনীতি করে। মনে হচ্ছে আওয়ামী লীগ একদিকে আর অন্য সবাই একদিকে। মানুষের কোথাও নিরাপত্তা নেই। এখন নদীতে লাশ, রাস্তার পাশে লাশ, সর্বত্রই লাশ পাওয়া যাচ্ছে। আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারছে। সবাই অজানা আতঙ্কে ভুগছে।’