ফ্রান্সের গোল উৎসব

France Football ফ্রান্স ফুটবলস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এ যেন ফরাসী বিপ্লব। গত বিশ্বকাপে একটিও গোল পায়নি যে দল, তারাই এবারের আসর মাতাচ্ছে গোল উৎসবে। প্রথম ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছিল ১৯৯৮ সালের চ্যাম্পিয়নরা। বুধবার সালভাদরের আরেনা ফন্তে নোভায় সুইজারল্যান্ডকেও হারাল ৫-২ গোলে। প্রথম ম্যাচে জোড়া গোল করা করিম বেনজেমা করেছেন এক গোল। তবে পেতে পারতেন হ্যাটট্রিকও। কেননা একটা পেনাল্টি মিস করার পাশাপাশি শেষ দিকে একবার বল জালে জড়ালেও রেফারি সেটা বাতিল করেন গোলের দুই সেকেন্ড আগে ম্যাচ শেষের বাঁশি বাজানোয়। তারপরও ৫-২ গোলের জয়ে এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ড ৯৯ শতাংশ নিশ্চিত হয়ে গেল ফ্রান্সের। তাদের পয়েন্ট এখন ৬, সমান ম্যাচে ইকুয়েডর ও সুইজারল্যান্ডের ৩। শেষ ম্যাচে ফ্রান্স মুখোমুখি হবে ইকুয়েডরের আর সুইজারল্যান্ড খেলবে হন্ডুরাসের বিপক্ষে। গোল ব্যবধান প্লাস ছয় থাকায় গ্রুপের অন্য দলগুলোর ফ্রান্সকে পেছনে ফেলে বাদ করে দেয়া কার্যত অসম্ভব। তবে যদি ফ্রান্স হেরে যায় ৮-০ গোলে আর সুইজারল্যান্ড হন্ডুরাসকে এরকম বড় ব্যবধানে হারায় তাহলেই কেবল বাদ পড়বে ফরাসীরা! এটা একপ্রকার অসম্ভব। ৫৭ শতাংশ বল দখলে রেখে, খেলার ৮০ মিনিট পর্যন্ত বেশ কয়েকবার প্রতি-আক্রমণ করেও ব্লুজদের রক্ষণে খুব একটা ফাঁটল ধরাতে পারেনি সুইজারল্যান্ড। ২৭ মিনিটে ওটমার হিটজফেল্ডের দলের একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। ২৯ মিনিটে সেফারোভিচ হাতছাড়া করেন দারুণ এক গোলের সুযোগ। নাহলে সুইজারল্যান্ডও কিন্তু করতে পারত ৪ গোল! অথচ গত ১৩ বছরে ফ্রান্সের বিপক্ষে পাঁচ দেখায় মাত্র দুবারই গোল দিতে পেরেছিল সুইজারল্যান্ড। ১৭ মিনিটে ম্যাথু ভালবুয়েনার কর্নারে দারুণ হেডে ফ্রান্সের হয়ে প্রথম গোল করেন অলিভিয়ের জিরু। বিশ্বকাপে এটা তাদের শততম গোল।বিশ্বকাপে শতাধিক গোলের রেকর্ড রয়েছে কেবল ব্রাজিল, জার্মানি, ইতালি ও আর্জেন্টিনার। ৬৬ সেকেন্ড পরেই ব্যবধান ২-০ করেন ব্লেইজ মাতুউদি। ৩২ মিনিটে বক্সে ইয়োহান জুরু ট্যাকল করেন বেনজেমাকে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে বেনজেমার পেনাল্টি শটটি দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন বেনাগিলো। ফিরতি বলে য়োহান কাবাইয়ের নেয়া শট লাগে আবার ক্রস বারে! ৬৭তম মিনিটে জুভেন্টাসের মিডফিল্ডার পল পগবার পাস থেকে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার বেনজেমা। ৭৩তম মিনিটে বেনজেমার বাড়ানো বল থেকে বড় জয় নিশ্চিত করেন নিউক্যাসল ইউনাইটেডে খেলা সিসোকো। ম্যাচ শেষ হয়ে গেছে ততক্ষণে। তবে শেষ ১০ মিনিটে সান্ত্বনার দুই গোল পায় সুইসরা।৮১ মিনিটে ফ্রি-কিকে এক গোল ফেরান জেমাইলি। ম্যাচ শেষের ৩ মিনিট আগে আরেক গোল ফেরান জাকা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ