রাজধানীতে ভুয়া ৮ র‌্যাব সদস্য আটক

ঢাকা: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আট ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে। তাদের ছিনতাই করা ৪০ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা ও ছিনতাইকাজে ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন তহিনুর ইসলাম বাদল (৩০), আরিফুজ্জামান খান শরিফ (৩৫), আবু সাঈদ (৩৫), সেলিম (৩২), শাহজাহান মোল্লা (৩২), কবির হোসেন (৩৩), বিভাষ মন্ডল রঞ্জন (৩৫) ও আক্তারুজ্জামান লিটন (২৬)।

গ্রেফতারকৃতরা ডিবি/র‌্যাব পরিচয় দিয়ে গত ১০ জানুয়ারি আশুলিয়ার কাঠগড়ায় আজমত গ্রুপের জেড থ্রি কম্পোজিট নিট ওয়ার্ক লিমিটেড শ্রমিকদের ডিসেম্বর মাসের বেতনের এক কোটি আট লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

গত শুক্রবার দুপুর থেকে শনিবার সকাল ১১ টা পর্যন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানী ও এর পার্শ্ববর্তী ঢাকা জেলা, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলায় একটানা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উত্তরা-পূর্ব থানাধীন উত্তরা-আবদুল্লাহপুর ৮ নং সেক্টরস্থ ঢাকা-ময়মনসিংহ রোড, উত্তরা টাউন বিশ্ববিদ্যালয় কলেজের রাস্তার পূর্বপার্শ্বে বি-বাড়িয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে মো. তহিনুর ইসলাম বাদলকে (৩০) গ্রেফতার করে। স্বীকারোক্তি অনুযায়ী তার দখল হতে ছিনতাইকৃত এক লাখ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তী সময়ে তার দেয়া তথ্যমতে আশুলিয়া থানাধীন টঙ্গাবাড়ি এলাকা হতে ওইদিন দুপুর পৌনে ২টায় উক্ত ছিনতাইকাজের দলের দলনেতা আরিফুজ্জামান খান শরিফকে (৩৫) গ্রেফতার করা হয়। তার দখল হতে ছিনতাইকৃত পয়ত্রিশ লাখ টাকা উদ্ধার করা হয়।

অপরদিকে গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে, শুক্রবার রাত দেড়টায় গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন কাশিমপুর এলাকায় অবস্থিত ভাড়া বাসা হতে এ চক্রের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদকে (৩৫) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে এক লাখ ৪০ হাজার টাকা ও ছিনতাইকাজে ব্যবহৃত ওয়্যারলেস সেট ও একটি হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।

শুক্রবার সোয়া পাঁচটায় আশুলিয়া থানাধীন জিরাবো থেকে সেলিমকে (৩২) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে পৌনে দুই লাখ টাকা উদ্ধার করা হয়। ঠিক পাঁচ ঘণ্টা পর এ চক্রের অপর সক্রিয় সদস্য ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকারের চালক শাহজাহান মোল্লাকে (৩২) পল্লবী এলাকায় তার ভাড়া বাসা হতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে এক লাখ ৩৯ হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত শাহজাহানের দেয়া তথ্যমতে, আদাবর থানাধীন বায়তুল আমান হাউজিং সোসাইটি হতে ঘটনার সময় আসামিদের ব্যবহৃত একটি সিলভার রংয়ের জি করলা প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ২৩-৪৯৮২) দুপুর ১২টা ৫ মিনিটে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানায়, ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এ কোম্পানিতে কর্মরত মো. কবির হোসেন (৩৩), শ্রী বিভাষ মন্ডল রঞ্জন (৩৫) ও আক্তারুজ্জামান লিটনকে (২৬) শুক্রবার সকাল সাড়ে ১১টায় আশুলিয়ার কাঠগড়া এলাকা হতে গ্রেফতার করা হয়।দলের অন্য সদস্যদের গ্রেফতার ও বাকি টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

এ ঘটনায় আশুলিয়া থানার মামলা নং-১৮, তাং-১০/০১/১৩ ইং, ধারা-৩৪১/১৭০/১৭১/৩৭৯ পেনাল কোড রুজু আছে।

প্রসঙ্গ, গত ১০ জানুযারি কাঠগড়া এলাকায় অবস্থিত আজমত গ্রুপের জেড থ্রি কম্পোজিট নিট ওয়ার্ক লিমিটেডের শ্রমিকদের ডিসেম্বর মাসের বেতনের এক কোটি আট লাখ টাকা নিয়ে প্রতিষ্ঠানটির মালিকের গুলশানের বাসা থেকে কোম্পানির দুজন কর্মকর্তা একটি মাইক্রোবাসে করে কারখানার উদ্দেশ্যে রওয়ানা হয়। দুপুর দেড়টায় শ্রী খন্ডিয়া এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা গাড়ির গতিরোধ করে র্যা বের কটি পরিহিত অবস্থায় ওয়্যারলেস সেট ও হ্যান্ডকাপ দেখিয়ে নিজেদের র্যা বের কর্মকর্তা পরিচয় দিয়ে মাইক্রোবাস তল্লাশি করার নামে মাইক্রোবাসে উঠে।

দুর্বৃত্তরা মাইক্রোবাসে থাকা কোম্পানির কর্মকর্তাদের জিম্মি করে তাদের তুরাগ এলাকায় একটি নির্জন স্থানে নামিয়ে দিয়ে এক কোটি আট লাখ টাকা ছিনতাই করে নেয়।

চক্রটি এ ঘটনার অনুমান এক মাস আগে জিরাবো এলাকা হতে জুট ব্যবসায়ীদের নিকট হতে পর্যায়ক্রমে এক লাখ ৭০ হাজার, দুই লাখ ১০ হাজার ও সর্বশেষ এক লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করে নেয় বলে জানা যায়।

উল্লেখ্য, আসামি রঞ্জন জুট ব্যবসায়ীদের ফোনের মাধ্যমে জানান যে, তার কাছে জুট আছে। জুট ব্যবসায়ীরা রঞ্জনের সঙ্গে কথাবার্তা বলে টাকাসহ জুট আনার জন্য রওয়ানা দিলে রঞ্জন জুট ব্যবসায়ীদের অবস্থান জেনে তার দলের সদস্যদের সংবাদ দিলে আসামিরা জুট ব্যবসায়ীদের পথরোধ করে টাকা ছিনতাই করে নেয়। এছাড়াও এ ঘটনার সাতদিন পূর্বে জিরাবো এলাকা হতে একজন মহিলা পথচারীকে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে আটক করে তার কাছে জাল টাকা আছে বলে মহিলার নিকট থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

আসামিদের বিরুদ্ধে ঢাকা মহানগরীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ