বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে লাভ নেই
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপিকে বিদেশিদের কাছে ধর্ণা না দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আপনারা পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত হন। তবে সেই নির্বাচনেও নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশিদের কাছে ধর্ণা দেবেন না। কারণ, আপনারা অতীতে কয়েকবার ক্ষমতায় ছিলেন- এতে আপনাদের সম্মান যায়। শনিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) তিতাস গ্যাস কমিটি এ সভার আয়োজন করে। হাছান মাহমুদ বলেন, দল চাঙ্গা করতে ঝড়-ঝাপ্টা উপেক্ষা করে খালেদা জিয়া জয়পুরহাট সফরে যাচ্ছেন। তাকে আমি অনুরোধ করব, সেখানে তিনি যেন কোনো ধরনের উস্কানি ও নৈরাজ্যের নির্দেশ না দেন। বিদেশিদের কাছে যাওয়ার পরিবর্তে খালেদা জিয়া জনগণের কাছে যাচ্ছেন- এজন্য তাকে ধন্যবাদ। তিনি বলেন, কয়েকদিন আগেই বিএনপি নেতারা বলেছিলেন- চোরাগুপ্তা হামলা চালানোর কথা। এর বাস্তবায়ন এখন দেখা যাচ্ছে। এসব হামলার দায় বিএনপিকেই নিতে হবে। ভবিষ্যতেও যদি কোনো হামলা হয়- তার জন্যও বিএনপিই দায়ী থাকবে। আগামী রমজান মাসে বিএনপি ৬ হাজার ইফতার পার্টি করবে বলে জানিয়েছে। তারা মূলত ইফতারের নামে এসব জায়গায় চাঁদাবাজি করবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা । (আসাফো)তিতাস গ্যাস কমিটির সভাপতি জাহিদুল ইসলাম চানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও ছিলেন- সংগঠনের সভাপতি শেখ শাহীনুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক আজিজুল হক আর্জু খান প্রমুখ।