বগুড়ার পথে খালেদা জিয়া

khaleda Zia pressclub খালেদা জিয়ারিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন । শনিবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি তার গুলশান বাসভবন থেকে রওনা দেন। তার সঙ্গে দলের স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস ও মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা রয়েছেন। আজ রাতে বগুড়া সার্কিট হাউজে অবস্থান করবেন তিনি। রোববার দুপুরে জয়পুরহাটে নির্ধারিত জনসভার উদ্দেশ্যে বগুড়া ছাড়বেন তিনি। ওইদিন বিকেলে জেলার বাজলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখবের বেগম খালেদা জিয়া। বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনকে বগুড়ায় স্বাগত জানাতে নেতাকর্মীরা প্রস্তুত। এছাড়া যাত্রাপথে তাকে বিভিন্নস্থানে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশান, টঙ্গী, জয়দেবপুর চৌরাস্তা, বঙ্গবন্ধু সেতু হয়ে বগুড়া সার্কিট হাউজে পৌঁছাবেন বলে চেয়ারপারসনের গুলশান কার্যাল সূত্রে জানা গেছে। বগুড়ায় রাত্রিযাপন শেষে ২২ জুন বেলা ১২টায় বগুড়া সার্কিট হাউজ থেকে রওনা হয়ে তিনি বগুড়া মহাস্থানগড়, মোকামতলা, কালাইবাজার হয়ে দুপুর ১টায় জয়পুরহাটে পৌঁছে সার্কিট হাউজে বিশ্রাম নেবেন তিনি। পরে স্থানীয় বিএনপি আয়োজিত বিকেল ৩টার জনসভায় বক্তব্য রাখবেন তিনি। জনসভা শেষে জয়পুরহাট সার্কিট হাউজে বিশ্রাম নেবেন তিনি। পরে সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার পর রাত ১০টায় যমুনা রিসোর্টে ঘণ্টাখানেক যাত্রা বিরতি করতে পারেন বিএনপি চেয়ারপারসন। এদিকে জয়পুরহাটে খালেদা জিয়ার সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হত্যা, খুন, গুম, বিচার বহির্ভুত হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় নিপীড়ন এবং অবিলম্বে অবৈধ সংসদ বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে জেলার বাজলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। ওই সমাবেশে দুই লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ