তত্ত্বাবধায়ক ছাড়া আগামীতেও নির্বাচনে অংশ নিবে জাপা

ershad এরশাদরিপোর্টার, এবিসি নিউজ বিডি, রাজশাহীঃ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘জাতীয় পার্টি আগামী নির্বাচনেও তত্ত্বাবধায়ক ছাড়াই অংশ নিবে।’ শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এইচএম এরশাদ বলেন, ‘বিএনপি সাংগঠনিকভাবে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। তারা রাজপথে আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারবে না। তাদের দাবি অনুয়ায়ী আওয়ামী লীগ সরকার নির্বাচন দেবে না।’ তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের প্রতি জণগনের আস্থা উঠে গেছে। জণগন চায় বিকল্প গণতান্ত্রিক শক্তি। জনগনের সেই প্রত্যাশিত শক্তি হয়ে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে।’ এরশাদ বলেন, ‘দেশে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে। জনগণ শান্তি চাই। এজন্য চমক থ্রি-জে ফর্মুলা দিচ্ছে জাতীয় পার্টি। থ্রি-জে ফর্মুলার প্রথম জে-জাতীয় পার্টি, দ্বিতীয় জে- জাস্টিস বা আইনের শাসন এবং তৃতীয় জে-জব বা চাকরি। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’ সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি খোন্দকার হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হেলাল উদ্দিন হেলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাইদ স্বপন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, মহানগরের আহবায়ক সাইফুল ইসলাম স্বপন, যুগ্ম আহবায়ক এসএম জোহা সরকার, জেলার সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ