সরকারের স্বইচ্ছায় পারে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে : রাশেদা কে চৌধুরি

Rasheda k chowdhury রাশেদা কে চৌধুরীস্টাফ রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কিন্তু প্রকৃতপক্ষে এখনো কারিগরি শিক্ষার তেমন প্রসার ঘটেনি। কেবল সরকারের স্বচিচ্ছাই পারে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে। শনিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০১৪ উপলক্ষে এক গোলটেবিল অনুষ্ঠানে সাবেক তত্তাবধায়ক সরকারের উপদেষ্ঠা ও বিশিষ্ট শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী এসব কথা বলেন। শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনষ্টিটিউটের আয়োজনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহজাহান মিঞাঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কাশেম, প্রবীন শিক্ষক নেতা কাজী ফারুক আহামেদ, কারিগরি শিক্ষক সমিতি ফেডারশনের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আলী চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর ড.নিতাই চন্দ্র সূত্রধর।
রাশেদা কে চৌধুরী বলেন, সরকারের সম্বন¦য়হীনতার অভাবে কারিগরি শিক্ষা ব্যবস্থা দিন দিন মুখ থুবরে পড়ছে। বর্তমানে কারিগরি শিক্ষা প্রকল্প ভিক্তিক পরিচালনা করা হচ্ছে। ফলে এই শিক্ষা ব্যবস্থায় দিন দিন গুরুত্ব কমে যাচ্ছে। তিনি আরো বলেন, একুশ শতকের আরও বড় চ্যালেঞ্জ হচ্ছে নারী-পুরুষের সম্বন¦য়তা। আয়োজ প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম এ সাত্তার বলেন, দেশের ক্ষুধা ও দারিদ্রতা নিমূলে কারিগরি শিক্ষার বিস্তার অপরিহার্য। যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলেই ২১শতাকের ভীষন বাস্তবায়ন সম্ভব। দেশে বিশেষায়িত দক্ষ শিক্ষকের অভাব পূরনের আহবান জানান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ