খন্দকার মাহবুবকে সতর্ক হয়ে মন্তব্য করার নির্দেশ

Mahbub Hosen মাহবুব হোসেনরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে আদালতের বিষয়ে সতর্ক হয়ে মন্তব্য করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ট্রাইবুনাল তার বিরুদ্ধে আদালত অবমাননা সংক্রান্ত জারি করা নোটিশ নিষ্পত্তি করে দিয়েছেন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এনায়েতুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবুনাল এ আদেশ দেন। সকালে আদেশ পাঠ শুরু করেন বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন। সর্বশেষ আদেশ ঘোষণা করেন বিচারপতি এনায়েতুর রহমান। প্রসঙ্গত, ২০১৩ সালের পহেলা অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। রায়ের পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এটি একটি প্রহসনের বিচার, রাজনৈতিক প্রতিহিংসার বিচার। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী শক্তি যদি ক্ষমতায় আসে, সত্যিকার অর্থে যারা যুদ্ধাপরাধী তাদের বিচার হবে এবং প্রতিহিংসার জন্য যাদের বিচার করা হয়েছে, কাল্পনিক গল্প দিয়ে যে মামলা তৈরি করা হয়েছে, অবশ্যই সেটা চলে যাবে। যারা এই প্রহসনের বিচারে সম্পৃক্ত ছিলেন, ইনশাআল্লাহ বাংলার মাটিতে তাদেরও বিচার হবে।’ পরদিন এ সংক্রান্ত প্রতিবেদন বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। এর পরদিন চারটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের কপি সংযুক্ত করে ট্রাইব্যুনাল বরাবর লিখিত আবেদন করা হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ