ঢাকা-ঈশ্বরদী ট্রেন চলাচল বন্ধ, বগি লাইনচ্যুত
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, সিরাজগঞ্জঃ জেলার রায়পুর রেলওয়ে স্টেশনে ঈশ্বরদি থেকে সিরাজগঞ্জগামী মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী-সিরাজগঞ্জ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রেলওয়ে ও স্থানীয়সূত্রে জানা যায়, মালবাহী একটি ট্রেন শনিবার রাতে ঈশ্বরদি থেকে সিরাজগঞ্জ আসার পথে রাত সাড়ে ১১টার দিকে রায়পুর রেলওয়ে স্টেশনে পৌঁছলে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় রেললাইনের স্লিপার উঠে যায়। ফলে ঈশ্বরদী-সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী সিরাজগঞ্জ এক্সপ্রেস ও অপর একটি লোকাল ট্রেন আটকা পড়ে। রোববার সকাল দশটার দিকে লাইনচ্যুত ট্রেনটি সরিয়ে নিতে ঈশ্বরদি থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের উপ-সহকারী প্রকৌশলী (পথ) আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করে জানান, একদিকে ট্রেন লাইনটি অনেক পুরাতন অপরদিকে দুইদিনব্যাপী টানা বৃষ্টির ফলে এই দুর্ঘটনা ঘটেছে। বৃষ্টির কারণে উদ্ধার কাজ বিলম্বিত হচ্ছে। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হতে প্রায় ৫-৬ ঘণ্টা সময় লাগবে বলে তিনি জানান।