জিএসপি ফিরে পেতে শর্ত পূরণে কংগ্রেসের সন্তোষ

tofael ahmed তোফায়েল আহমেদসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জিএসপি সুবিধা ফিরে পাওয়ার ক্ষেত্রে বেঁধে দেওয়া শর্ত পূরণে বাংলাদেশের উদ্যোগে মার্কিন কংগ্রেস সন্তোষ প্রকাশ করেছে। রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব না থাকলে বাংলাদেশের জিএসপি সুবিধা ফিরে পেতে আর তেমন কোনো সমস্যা হবে না। রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্যমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের কার্যক্রমের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ চলতি মাসের ১০ থেকে ১৪ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন।

মার্কিন কংগ্রেসের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে বানিজ্য মন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, জিএসপি সুবিধা ফিরে পাওয়ার ক্ষেত্রে তাদের বেঁধে দেওয়া শর্ত পূরনে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। তারা সেটা স্বীকার করেছে। আর সে’কারনেই বাংলাদেশের উদ্যোগে মার্কিন কংগ্রেস সন্তোষ প্রকাশ করেছে।’
তোফায়েল আহমেদ বলেন, ‘জিএসপি রিনিউ সারা বিশ্বে এখন বন্ধ আছে। শুরু হলে আমরাও জিএসপি সুবিধা ফিরো পাব। তবে রাজনৈতিক বা অন্য কোন কারন থাকলেসে ক্ষেত্রে আমাদের কিছু বলার থাকবে না।’
বানিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের পোশাক শিল্পের বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে যারা বা যে সংগঠন মার্কিন যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিন্তা-ভাবনা করছে সরকার।
‘ইন্ডাষ্ট্রি অল’ নামে একটি সংগঠন বাংলাদেশের পোশাক শিল্পে অবস্থা তুলে ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেসকে চিঠি দিয়েছিল বলেও বানিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ