‘ভারত-বাংলাদেশের বন্ধুত্ব অটুট থাকবে’
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব অটুট থাকবে উল্লেখ করে বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতের সরকার পরিবর্তন হয়, কিন্তু পররাষ্ট্র নীতি পরিবর্তন হয় না।
রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে ভারতে পররাষ্ট্রমন্ত্রী সুষমা সরাজ’এর বাংলাদেশে সফর উপলক্ষে বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।
বানিজ্য মন্ত্রী বলেন, ‘অতি সম্প্রতি নির্বাচনের মাধ্যমে ভারতের সরকার পরিবর্তন হয়েছে। অনেকেই আশা করেছিল এই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সঙ্গে বর্তমান সরকারের সঙ্গে ভারতে অতিতের মত সু-সম্পর্ক আর থাকবে না। আসলে তা নয়। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব অটুট থাকবে উল্লেখ করে বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতের সরকার পরিবর্তন হয়, কিন্তু পররাষ্ট্র নীতি পরিবর্তন হয় না।’
তোফায়েল আহমেদ বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা সরাজের বাংলাদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ন। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রীর এই সফরে অমিমাংসিত তিস্তা চুক্তিসহ ট্রানিজিট, উপকুলীয় জাহাজ চলাচল ও সীমান্ত সমস্য নিয়ে আলোচনা হবে। এসব আলোচনা দু’দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন বলেও মন্তব্য করেন মন্ত্রী।
বানিজ্যমন্ত্রী বরেন, বিএনপি যে আলোচনার কথা বলছে, তা হতে বাঁধা নেই। আলোচনা যে কোন সময়েই হতে পারে। তবে তা মধ্যবর্তি নির্বাচন নিয়ে নয়। ২০১৯ সালের নির্বাচন নিয়ে হতে পারে।