ভারতে প্রশিক্ষণ নেওয়া মুক্তিযোদ্ধাদের তথ্য জানে না সরকার

A K M Mojammel Haqueরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মহান মুক্তিযুদ্ধে ভারতে প্রশিক্ষণ নেওয়া মুক্তিযোদ্ধাদের কোনো তথ্য বা তালিকা সরকারের কাছে নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোববার জাতীয় সংসদ অধিবেশনে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের নেতৃত্বে ১১টি সেক্টরের অধিনে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। এ সময় মুক্তিফৌজ, মুক্তিবাহিনী ও মুজিববাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহন করেন। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নামে বিভিন্ন বাহিনীর নামকরণ করে অনেকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন। তবে কোন বাহিনীতে কতজন সদস্য ছিল তার সঠিক কোনো পরিসংখ্যান সরকারিভাবে সংরক্ষণ করা হয়নি। এছাড়া মুক্তিযুদ্ধে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং আদর্শিক যোদ্ধা মুজিব বাহিনী বা বাংলাদেশ লিবারেশন ফোর্সের সংখ্যা মন্ত্রণালয়ে সংরক্ষিত নেই। তাদের মধ্যে ভারতের দুটি প্রশিক্ষণ কেন্দ্রে যারা প্রশিক্ষণ নিয়েছেন এ সংক্রান্ত কোনো তথ্য বা তালিকাও মন্ত্রণালয়ে সংরক্ষিত নেই বলে জানান তিনি। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০২ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবদি এক লাখ ৮৫ হাজার ৮৬১ জন মুক্তিযোদ্ধাকে সনদপত্র প্রদান করা হয়েছে। এদের মধ্যে কতজন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী রয়েছে তার সঠিক পরিসংখানও মন্ত্রণালয়ে সংরক্ষিত নেই।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ