বাবার জন্য ছুটি চেয়ে ছোট্ট মেয়ের চিঠি

katiGoogle Letterরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাবাকে খুব কম কাছে পায় ছোট্ট মেয়ে কেটি। কারণ তার বাবার সপ্তাহে মাত্র একদিন ছুটি। তাও সেদিন শনিবার। কিন্তু বুধবার যে তার বাবার জন্মদিন। কী করবে কেটি? বুদ্ধিমতি কেটি তাঁর নোটবুক থেকে পাতা ছিঁড়ে রঙিন চক (ক্রেয়ন) দিয়ে লিখেছে একটি চিঠি। একটি বিশেষ বুধবার দিন কেটি তাঁর বাবাকে কাছে পেতে সরাসরি গুগল কর্তৃপক্ষের বরাবর এই চিঠি পাঠিয়েছে। কেটির সেই অনুরোধ উপেক্ষা করতে পারেনি গুগল কর্তৃপক্ষ। কেটির বাবাকে শুধু একটি বুধবার দিন নয়, পুরো একটি সপ্তাহ ছুটি মঞ্জুর করেছে। কেটি তার চিঠিতে লিখেছে,


‘প্রিয় গুগল কর্মকর্তা’
আপনি দয়া করে আমার বাবা যেদিন কাজ করতে যান, সেরকম একটি দিনে কী ছুটি মঞ্জুর করতে পারবেন। তাঁকে কী বুধবারের দিন ছুটি দেওয়া যায়। কারণ, বাবা শুধু শনিবার একদিন ছুটি পান।
হইতে, কেটি
বি: দ্র: এদিন বাবার জন্মদিন
বি: বি: দ্র: আপনারা জানেন এখন গীষ্মকাল

কেটির এই চিঠিকে অবহেলা করেননি গুগলের জেষ্ঠ্য ডিজাইন ব্যবস্থাপক ড্যানিয়েল শিপলাকফ। তিনি কেটির বাবার বস। তিনি গুগলের পক্ষ থেকে কেটিকে একটি চিঠিও লিখেছেন যাতে কেটির বাবার কাজের প্রশংসাও করেছেন তিনি। চিঠিতেই কেটির অনুরোধ রাখার বিষয়টি তো উল্লেখ করেছেনই সেই সঙ্গে তাঁর বাবার জন্য এক সপ্তাহ অতিরিক্ত ছুটিও মঞ্জুর করে দিয়েছেন তিনি। জুলাইয়ের প্রথম সপ্তাহে ছুটি পাচ্ছে কেটির বাবা।
গুগলের একজন মুখপাত্র এই চিঠির বিষয়টি এবং কেটির বাবার ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ