মেট্রোরেল আইন ২০১৪’র খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

Cabinet মন্ত্রীসভাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কারাদন্ডের বিধান রেখে উপ-আনুষ্ঠানিক শিক্ষা আইন ২০১৪’র খসড়ার চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জাতীয় সংসদে আজকের মন্ত্রিসভার বৈঠকে উপ-আনুষ্ঠানিক শিক্ষা আইন ২০১৪’র খসড়ার চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই আইন অমান্য করলে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে ৬ মাসের কারাদন্ড। এ আইন শিগগিরই জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলেও জানান সচিব।
মোশাররাফ হোসাইন ভূঁইয়া বলেন, এই আইনে উপ-আনুষ্ঠানিক শিক্ষা বোর্ড গঠনের কথা বলা হয়েছে। বোর্ডের একজন চেয়ারম্যান থাকবেন। পরিচালনা পর্ষদ থাকবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ