বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে বৈষম্য
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে বৈষম্যের সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের সভাপতি কামাল আহমেদ লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। তিনি বলেন, সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বছর করা হলেও কর্মকর্তাদের ক্ষেত্রে তা ৬০ বছরই রয়েছে। এছাড়াও বেতন কাঠামো, পদোন্নতি, নীতিনির্ধারণের ক্ষেত্রে প্রতিনিধিত্বসহ বিভিন্নক্ষেত্রে শিক্ষকদের সাথে বৈষম্য সৃষ্টি করার মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের মর্যাদাকে ক্ষুণ্ন করা হচ্ছে। এতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে সম্পর্ক সাংঘর্ষিকতায় রূপ নিচ্ছে। কর্মকর্তারা হতাশ হয়ে পড়ছে বলেও অভিযোগ করা হয়। তাই এসব বিষয়ে সরকার ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা। বক্তারা সমস্যা সমাধানে ৬টি দাবিও তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব সৈয়দ আলী আকবর, সহ-সাংগঠনিক সম্পাদক কেএম আশরাফুজ্জামান প্রমুখ।