অর্থপাচারকারীরা মীরজাফর: ব্যারিস্টার রফিকুল
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, ‘ইংরেজ বেনিয়ারা যেমন সম্পদ লুণ্ঠন করে তাদের দেশে নিয়ে গিয়েছিলো তেমনি আজ আমাদের দেশে ব্যবসায়ী ও রাজনীতিবিদরা বিদেশে অর্থপাচার করছে। আমি বলবো এরা মীরজাফর।’ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন ‘ঐতিহাসিক পলাশী ট্রাজেডি-আজকের বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে। তিনি বলেন, ‘বর্তমানে জলাবদ্ধতার দুর্ভোগে রাজধানীসহ দেশবাসী কষ্ট পাচ্ছে। যা দেখে আমার বিবেক আমাকে নাড়া দেয়। আমার কান্না পায়।’ রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘কালশী, নারায়ণগঞ্জ, ফেনী ও লক্ষ্মীপুরের হত্যাকাণ্ডের পেছনে সম্পদ লুণ্ঠনই প্রধান কারণ। যা পলাশী ট্র্যাজেডিতেও ঘটেছিলো।’ পলাশীর খলনায়ক ক্লাইভের মৃত্যুদণ্ড হয়েছিল। এদেশের অর্থপাচারকারীদেরও একই পরণিতি ঘটবে বলে জানান তিনি। আদালতের রায়ে নয়-গণতন্ত্র জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষায় চলে উল্লেখ করে দেশ বাঁচাতে শিগগিরই নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আলোচনায় সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রিপন সভাপতিত্ব করেন। এসময় বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, স্বেচ্ছাবিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।