বিকল্প বিরোধ নিষ্পত্তি বাধ্যতামূলক হচ্ছে

Anisul Haque আনিসুল হকরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশের আদালতগুলোতে জমে থাকা হাজার হাজার মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বাধ্যতামুলকভাবে প্রয়োগ করা হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা। পাশাপাশি আদালতগুলোতে বিচারকের শূন্য পদসমূহ দ্রুত পূরণের প্রক্রিয়াও চলমান রয়েছে। সোমবার জাতীয় সংসদে লক্ষীপূর-৪ আসনের সংসদ সদস্য মো: আব্দুল্লাহ এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের পৃথক পৃথক প্রশ্নের উত্তরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ কথা জানান। মন্ত্রী জানান, মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে যথাসময়ে সমন ইস্যু ও জারি করার পাশাপাশি ফ্যাক্স, ই-মেইল এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমন ইস্যুর বিধান রেখে ‘কোড অব সিভিল প্রসিডিউর (এ্রমেন্ডমেন্ট) এ্যাক্ট-২০১২’ প্রনয়ন করা হয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধি সংশোধন করে বিকল্প বিরোধ নিষ্পত্তি বাধ্যতামুলকভাবে প্রয়োগ করার জন্য বিধিমালা প্রনয়ন ও প্রকাশের কার্যকর পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি জানান, ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আইন ও বিচার বিভাগের অধীনস্থ ‘সলিসিটর’ এর নেতৃত্বে মনিটরিং সেল গঠন করা হয়েছে। উক্ত মনিটরিং সেল ইতোমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। এ সেলের কার্যক্রম ফলপ্রসু হলে দেওয়ানী মামলার ক্ষেত্রেও অনুরূপ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। একই প্রশ্নের উত্তেরে মন্ত্রী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলাসমূহ মনিটরিং সেল কর্তৃক সমন্বয়ের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আপোষযোগ্য মামলাগুলো বিকল্প পদ্ধতিতে বিরোধ নিস্পত্তিতে উৎসাহ প্রদানসহ আরো কিছু ‍বিষয় নিয়ে চিন্তাভাবনা করছে সরকার।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ