মায়ের সঙ্গে শিশুকে কারাগারে রাখা মানবাধিকার লঙ্ঘন

mejanur মিজানুররিপোর্টার, এবিসি নিউজ বিডি, রাজশাহীঃ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ‘মায়ের সঙ্গে শিশুদের কারাগারে আটকে রাখা মানবাধিকারের লঙ্ঘন। দণ্ডপ্রাপ্ত আসামিদের সঙ্গে শিশুদের বেড়ে ওঠা কোনোভাবেই কাম্য নয়।’ সোমবার সকালে রাজশাহী কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় সিনিয়র জেল সুপার ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। ড. মিজানুর রহমান বলেন, ‘ম্যাজিস্ট্রেটরা অনেক শিশুর বয়স ১৮ বছরের বেশি দেখিয়ে কারাগারে পাঠান- এটা বন্ধ হওয়া জরুরি। এ ব্যাপারে প্রধান বিচারতির হস্তক্ষেপ কামনা করছি।’ তিনি আরও বলেন, এই কারাগারে বন্দিরা অতি দরিদ্র, তাদের আত্মীয়-স্বজন যোগাযোগ রাখেন না। লিগ্যাল এইডের আইনজীবীরা তাদের পক্ষে আদালতেও দাঁড়ান না বলে অভিযোগ রয়েছে। ফলে তারা আইনী সেবা থেকে বঞ্চিত হচ্ছে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ