ঢাবির প্রযুক্তি উৎসবে ছাত্রলীগের হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রযুক্তি উৎসবে হামলা চালিয়েছেন ছাত্রলীগের কর্মীরা।
শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। চাঁদা না পেয়ে এ হামলা করা হয়েছে বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বরে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন শেষে রাতে একটি কনসার্ট চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের ৩০ থেকে ৪০ জন ছাত্রলীগ কর্মী অতর্কিতভাবে হামলা চালান। এতে প্রযুক্তি উৎসবের কয়েকজন স্বেচ্ছসেবী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়া হলের ছাত্রলীগ কর্মী রিয়াদের নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলাকারীদের হাতে লোহার রড দেখা যায় বলে জানান। প্রযুক্তি উৎসবের কার্ড যার গলায়ই পেয়েছেন তাকেই রড দিয়ে বেধরক পিটিয়েছেন। বেশ কয়েকজন স্বেচ্ছসেবককে পিটিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন হামলাকারী ছাত্রলীগ কর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়েল ভারপ্রাপ্ত প্রোক্টর এম আজমত আলী বলেন, “হামলার বিষয়ে লিখিত অভিযোগ দিলে আমরা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।”
আইসিটি সোসাইটির সভাপতি আব্দুল্লাহ আল ইমরান জানান, “জিয়া হলের প্রথম ও দ্বিতীয় বর্ষের কিছু ছাত্র এসে এখানে আমাদের অনুষ্ঠানে হামলা চালান।”
তিনি বলেন, দুই দিনব্যাপী এ উৎসবে দেশের ৪৫টি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল থেকে এক হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এ হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।
চাঁদা দাবির বিষয়ে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করে বলেন, “আমাকে যে কোনো মূল্যে অনুষ্ঠান চালিয়ে নিতে হবে।”
আহতদের একজন ফারাবী এবিসি নিউজ বিডিকে জানান, “ছাত্রলীগের কর্মীরা লোহার রড দিয়ে আমাদের কয়েকজন কর্মীকে পেটাতে থাকলে আমি জিজ্ঞেস করাতে আমাকেও পিটিয়ে রক্তাক্ত করে চলে যান।”
এ হামলার বিষয়ে জিয়া হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিন্স জানান, আইসিটি উৎসবের হামলায় যদি ছাত্রলীগের কেউ জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি হল থেকে বহিস্কার করা হবে।