আবার নিজামীর রায় পিছালো

motiur rahman nijami মতিউর রহমান নিজামিরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে আটক জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী অসুস্থ হয়ে পড়ায় তার বিরুদ্ধে পূর্বনির্ধারিত রায় আজ হচ্ছে না। তবে পরবর্তীতে যেকোনো দিন এ রায় হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল। সোমবার রাত ১টা ২০ মিনিটে উচ্চ রক্তচাপজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। এরপর তার চিকিৎসা শুরু হয়। কিন্তু সকাল পর্যন্ত তিনি সুস্থ না হওয়ায় চিকিৎসক তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন। চলাফেরা করা যাবে না বলেও জানান। এর আগে মঙ্গলবার সকালে রায়ের পূর্ব মুহূর্তে রেজিস্ট্রারের কাছে নিজামীর অসুস্থতার কথা জানিয়ে কারা কর্তৃপক্ষ চিঠি দেয়। এরপর বেলা ১১টায় ট্রাইব্যুনালের বিচারপতি এজলাসে বসে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কাছে জানতে চান আসামির অনুপস্থিতিতে রায় দেওয়া যাবে কিনা। এ নিয়ে উভয়পক্ষের শুনানির পর আদালত এ সিদ্ধান্ত জানান। প্রসঙ্গত, সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার জন্য আজ মঙ্গলবার এ দিন নির্ধারণ করে। ট্রাইব্যুনাল আদেশে বলেন, মতিউর রহমান নিজামীর মামলার রায় প্রস্তুত। মঙ্গলবার রায় ঘোষণা করা হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ