না.গঞ্জ-৫ উপনির্বাচনের প্রচারণা বন্ধ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আসন্ন ২৬ জুন নারায়ণগঞ্জ-৫ উপনির্বাচনে মঙ্গলবার সকাল ৮টা হতে শনিবার বিকাল ৪টা পর্যন্ত সব ধরণের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। পাশাপাশি পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে কোনো প্রার্থী বা তার হয়ে অন্য কেউ এ নির্দেশ ভঙ্গ করলে দুই থেকে সাত বছর সশ্রম কারাদণ্ড এবং জরিমানা করা হবে। ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, নির্বাচনী আইনানুসারে এ নির্দেশ জারি করেছে। ইসির জারি করা নির্দেশনা পত্রে বলা হয়েছে, নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে ২৬ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তাই ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষের পরবর্তী ৪৮ ঘন্টা পর্যন্ত প্রার্থী ও তার সমর্থকদের সব ধরণের প্রচারণা মিছিল, মিটিং, সভা, আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান হতে বিরত থাকতে হবে। এছাড়া উল্লেখিত সময়ের মধ্যে প্রার্থী বা প্রার্থীর পক্ষে কেউ কোনো হিংস্রতামূলক বা বিশৃঙ্খলামূলক কর্মকাণ্ড করতে পারবেন না। এছাড়া ভোটগ্রহণ কর্মকর্তা বা নির্বাচনের কাজে নিয়োজিত কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করা যাবে না। কারো বিরুদ্ধে এসব কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হলে তাকে দুই থেকে সাত বছরের সশ্রম কারাদণ্ড প্রদান এবং জরিমানা করার বিধান রয়েছে। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার তথ্যানুসারে, এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১ হাজার ৮৯ জন। পুরুষ ভোটার ১ লাখ ১ হাজার ৪৭১ জন ও মহিলা ভোটার ৯৯ হাজার ৬১৮ জন। এ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ৮৯টি ও ভোট কক্ষের সংখ্যা ৪১৭টি। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী একেএম সেলিম ওসমান (লাঙ্গল প্রতীক), কৃষক শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম দেলোয়ার (গামছা প্রতীক), নাগরিক পরিষদের প্রার্থী আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এস এম আকরাম (আনারস প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ (চিংড়ী প্রতীক)। এ উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা কর্মকর্তা নারায়ণগঞ্জ ও উপজেলা কর্মকর্তা বন্দর। নারায়ণগঞ্জ-৫ আসনটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ সম্পূর্ণ ওয়ার্ড ও ৪টি আংশিক ওয়ার্ড এবং দুটি উপজেলা নারায়ণগঞ্জ সদর (আংশিক) ও বন্দর এবং ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইসি সচিবালয় হতে জানা যায়, গত ২৯ এপ্রিল মধ্যরাতে দিল্লির একটি হাসপাতালে জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে সংসদ সচিবালয় এই আসনটি শূন্য ঘোষণা করে। নির্বাচনী বিধি অনুসারে কোনো আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা থাকায় এ আসনে নির্বাচন দিতে হচ্ছে ইসিকে।