নেইমার জাদুতে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সেই ১৯৭৮ বিশ্বকাপ থেকে প্রথম দুই ম্যাচ শেষেই নকআউট নিশ্চিত করে আসছে ব্রাজিল। অথচ নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে তাদের অপেক্ষা করতে হলো শেষ পর্যন্ত। এমনকি ক্যামেরুনের কাছে হারলে বাদও পড়তে পারত তারা! সেই শংকা দূর করে ব্রাজিল ফিরল চেনা চেহারায়। নেইমারের জোড়া গোলে ক্যামেরুনকে ৪-১ ব্যবধানে গুঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ব্রাজিলই। শেষ ষোলতে তারা খেলবে চিলির বিপক্ষে। সোমবার ব্রাজিলিয়ার স্তাদিও নাসিওনালে ১৭তম মিনিটেই পুরো গ্যালারিকে উল্লাসে মাতিয়ে ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। লুইস গুস্তাভোর অসাধারণ পাস থেকে ডিবক্স থেকে নেয়া শটে গোল করেছেন নেইমার। বিশ্বকাপে ব্রাজিলের শততম ম্যাচে এটা ছিল পাঁচবারের চ্যাম্পিয়নদের শততম গোলও। ২৬ মিনিটে আবার পাল্টা আক্রমণে সমতা ফেরায় ক্যামেরুন। গোললাইনের ঠিক সামনে দাঁড়ানো মাতিপের দারুন টোকায় বল জড়িয়ে যায় জালে। গোল খেয়ে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় ব্রাজিল।৩৫ মিনিটের মার্সেলোর পাস থেকে বল পেয়ে জোরালো শটে ক্যামেরুনের জালে বল জড়িয়ে ব্রাজিলকে ২-১ লিড এনে দেন নেইমার। এবারের বিশ্বকাপে এটা তার চতুর্থ গোল। এককভাবেই এখন সর্বোচ্চ গোলদাতার শীর্ষে এই ব্রাজিলিয়ান। ৪৯ মিনিটে ডেভিড লুইজের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রেড। ৮৪ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করে গ্রুপ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছেন ফার্নান্দিনহো। কেননা ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত খবর এসেছিল অন্য ম্যাচে ক্রোয়েশিয়ার জালে তিনবার বল পাঠিয়েছে মেক্সিকো। তাতে গোল গড়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারত মেক্সিকোই। কিন্তু ফার্নান্দিনহোর গোলই নিশ্চিত করে ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা।আর দুই গোলের সুবাদে ম্যান অব দ্য ম্যাচ হন নেইমার। এ নিয়ে এই বিশ্বকাপে দুবার ম্যাচ সেরার পুরস্কার পেলেন তিনি।