নারীর কাছে যা চায় না পুরুষ
লাইফস্টাইল ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ একজন পুরুষের কাছে তার নারী সঙ্গীর কোন কোন বিষয়গুলো অপছন্দের তা সে হয়তো খুলে বলে না। তবে প্রেমিক, স্বামী বা পার্টনার যাই হোক পুরুষ সঙ্গীর অপছেন্দর যে বিষয়গুলো নারীর এড়িয়ে চলা উচিত। তা হলো- দীর্ঘ সময় ফোনালাপ : সম্পর্ক যখন নুতন তখন হয়তো ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলার মধ্যে এক ধরনের নেশা আছে। তবে দু’জনের সম্পর্ক পুরাতন হলে দীর্ঘ সময় ফোনে কথা বলার মধ্যে কোন মজা থাকে না। আজীবনের ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রেও ফোনালাপ ৫ মিনিটের বেশি হওয়া উচিত নয়। এতে করে ঝগড়ার সম্ভাবনা প্রবল হয়। প্রভাব খাটানোর চেষ্টা: নারী সঙ্গী হয়তো বেশি আয় করেন। বেশি শিক্ষিত বা কিছুটা কড়া প্রকৃতির। বেশি সময় ধরে নিজের হাতে টিভির রিমোট রাখেন। এসব নিয়ে স্বামী বা প্রেমিকের কোন মাথাব্যাথা নেই। তবে স্ত্রী যদি ক্ষমতা দেখানোর ও প্রভাব খাটানোর চেষ্টা করেন তবে সেখা ভাঙ্গন দেখা দেয়। সম্পর্ক জটিলতায় পড়ে। পছন্দ পরিবর্তনের চেষ্টা: যদি কোন পুরুষকে ভালোবাসা ও তাকে জীবনসঙ্গী রাখার ইচ্ছা হয়, তবে কখনো তার পছন্দের বিষয়গুলো পরিবর্তনের চেষ্টা করা যাবে না। পুরুষসঙ্গীর পছন্দের গান, পোশাক, খাবার ও তার বন্ধু- এসব মেনে নিতে হবে। পুরুষরা চায় নারী সঙ্গীরা তাদের এসব বিষয়ে হস্তক্ষেপ না করুক। কপট বিনয়ী ভাব: নারীদের কপট বিনয়ীভাব তার পুরুষ সঙ্গীর পছন্দ নয়। এটা ত্যাগ করে সত্যিকারের রোমান্টিক আচরণ করতে হবে। এমনটি নয় যে, পুরুষ জটিলতার ক্ষেত্রে অদক্ষ। তবে সঙ্গীনির কাছে সিম্পলটা চায় পুরুষ। লোক দেখানো ইমোশন: দু’জনের মধ্যে ইমোশন ও প্রাকৃতিক ভালোবাসার সম্পর্ক থাকতে হবে। ইমোশনের মানে হচ্ছে নিজেদের সত্যিকারের অনুভূতির প্রকাশ ঘটানো। কিন্তু তাই বলে লোক দেখানো ইমোশন পুরুষের পছন্দ নয়। ভালোবাবাসর লোকটিকে সত্যিকারের ভালোবাসা দেখাতে হবে।