এমপিকে অবাঞ্চিত ঘোষণা আ’লীগের

Mojibur Rahman Fokir মজিবুর রহমান ফকিররিপোর্টার, এবিসি নিউজ বিডি, ময়মনসিংহঃ সাবেক স্বাস্থ প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরকে গৌরীপুর উপজেলায় অবাঞ্চিত ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগ। ময়মনসিংহ শহরের মুমিনুন্নেছা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপককে দিগম্বর করার প্রতিবাদে মঙ্গলবার অর্ধদিবস হরতাল পরবর্তী সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপিকে আর গৌরীপুরে ঢুকতে দেওয়া হবে না। তাকে গৌরীপুর থেকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।’ সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আলী আহমদ খান পাঠান সেলভী বলেন, ‘সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সর্বস্তরের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এমপি হঠাও নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’ সভায় আরও বক্তব্য রাখেন, অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, পৌরকাউন্সিলর মোফাজ্জল হোসেন, আব্দুল কাদির, যুবলীগ নেতা কামাল হোসেন, আব্দুর রউফ মোস্তাকিম, সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন প্রমুখ। এদিকে, গৌরীপুর থানার এসআই মঈন উদ্দিন জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সোমবার রাতে ডৌহাখলা ইউনিয়ন আওয়ামীলীগের নেতা গাজীপুর গ্রামের রমজান আলী মুক্তি ও চুড়ালি গ্রামের মনুকে আটক গ্রেফতার করা হয়েছে। মনু কলতাপাড়া তাল্লু স্পিনিং মিলের শ্রমিক। জানা গেছে, হরতাল চলাকালে গৌরীপুর শহরের সকল দোকানপাট ও যানচলাচল বন্ধ ছিল। হরতারকারীরা ভোর ৬টা থেকে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে টায়ারে আগুন দিয়ে পিকেটিং করে। গৌরীপুর থেকে আন্তসড়ক ও দুরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। এমনকি ময়মনসিংহ-নেত্রকোণা ও ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কেও যানবাহন চলাচল করেনি। ব্যাংক লেনদেন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ ‍ছিল। সরকারি অফিসগুলোতে উপস্থিতি ছিল খুবই কম। হরতাল চলাকালে আওয়ামীলীগের নেতাকর্মীরা শহরে মৌন মিছিল করেছেন। মিছিল শেষে দুপুর ১২টায় সোনালী ব্যাংক চত্তরে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্ত হয়। উল্লেখ্য, গত বোরবার বিকেলে কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে ময়মনসিংহের গৌরীপুরে ফেরার পথে কলতাপাড়া বাজারে রাস্তার ওপর জনসমক্ষে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদকে দিগম্বর করে এমপির ক্যাডার বাহিনী। এ ঘটনার প্রতিবাদে সোমবার গৌরীপুরে শহরে ছাত্র-জনতা মানব বন্ধন-বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। পরে সমাবেশ থেকে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ এ হরতাল কর্মসূচির ঘোষনা দেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ