রাজনীতিতে আসবেন না মিশেল
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা কখনো রাজনীতিতে যুক্ত হবেন না বলে জানিয়ে দিয়েছেন। স্বামীর শেষ মেয়াদে হোয়াইট হাউস ছাড়ার পর রাজনীতিতে যুক্ত হওয়ার কোন ইচ্ছা নেই বলে সোমবার জানান তিনি। হিলারি ক্লিনটনের পদাঙ্ক অনুসরণ করে বারাক ওবামার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর সিনেটর প্রার্থী হতে পারেন মিশেল। এমন গুজবকে দূর করতেই তার এ ধরনের বক্তব্য। পরিবার বান্ধব কর্মস্থলনীতি প্রণয়ন সংক্রান্ত এক অনুষ্ঠানে মিশেলকে জিজ্ঞেস করা হয় তার পরবর্তী পদক্ষেপ রাজনৈতিক হবে কিনা। জবাবে তিনি বলেন, না আমি রাজনীতিক হবো না। মিশেল বলেন, এটা কখনো হবে না। আমি নির্দিষ্ট মিশন সামনে রেখে কাজ করে যাবো। সেবার উপর জোর দেবো। মিশেলের এমন জোর করে রাজনীতিতে না আসার কথা বলার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেল ২০১৭ সালে ওবামার মেয়াদ শেষ হবার পর মিশেলের সিনেটর হওয়ার ইচ্ছার গুজব। অনেকের ধারনা ছিল হিলারি ক্লিনটন যেমন স্বামীর প্রেসিডেন্টের মেয়াদের পর সিনেটর হয়েছিলেন সেভাবে মিশেলও হয়তো রাজনীতিতে যুক্ত হবেন। স্বামী বারাক ওবামার প্রথম মেয়াদ থেকেই বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রেখেছেন মিশেল।