সুষমা স্বরাজের সঙ্গে শুক্রবার বৈঠক খালেদার
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে শুক্রবার বৈঠক হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।
মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে বুধবার রাতে ঢাকা পৌঁছাবেন। এই সফরে খালেদার সঙ্গে তার বৈঠক অনিশ্চিত বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর ছাপা হয়।
সংবাদ সম্মেলনে খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান বলেন, “ভারতের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে খালেদা জিয়ার একটি বৈঠকের সময় নির্ধারিত হয়েছে। আগামী ২৭ জুন সকাল বেলা এই বৈঠকটি হবে।”
বৈঠকের স্থান পরে জানানো হবে বলে জানান প্রেসসচিব।
কংগ্রেসকে হটিয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার গঠনের পর ভারতের কোনো মন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর।
মারুফ কামাল বলেন, “খালেদা জিয়া ২০১৩ সালের অক্টোবর মাসে ভারত সফরকালে সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেছিলেন। বিএনপি আশা করে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত ভারতের নতুন সরকারের নেতৃত্বে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো বিকশিত হবে।”
এক্ষেত্রে কোনো বিশেষ দল নয়, জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার বিষয়ে খালেদা জিয়ার অবস্থানের কথা জানান প্রেসসচিব।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম উপস্থিত ছিলেন।