শ্রমিক অসন্তোষে কারখানায় ছুটি
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, গাজীপুরঃ বেতন-ভাতা, বিশুদ্ধ পানি সরবরাহসহ বিভিন্ন দাবিতে হওয়া শ্রমিক বিক্ষোভের পর গাজীপুরের সাতাইশ এলাকায় একটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার এস এ খালেক জানান, বুধবার সকালে ‘হুপ লোন অ্যাপারেলস’ কারখানায় এ ঘটনা ঘটে।
তিনি বলেন, প্রডাকশন ইনসেন্টিভ বোনাস প্রদান, লাঞ্চ ভাতা ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহসহ কয়েকটি দাবিতে সকাল ৯টার দিকে কারখানাটির অন্তত তিন হাজার শ্রমিক কর্মবিরতি শুরু করে। একপর্যায়ে তারা কারখানার ভেতর থেকে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ বুধবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরীক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।