কারাগারে নিজামীকে দেখে এলেন চিকিৎসক

nijami নিজামীরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অসুস্থতার কারণে রায় পেছানোর পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে মতিউর রহমান নিজামীকে দেখে তাকে ‘নিবিড় পর্যবেক্ষণে’ রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক (সিনিয়র জেল সুপার) ফরমান আলী মঙ্গলবার দুপুরে এই তথ্য জানিয়েছেন।

যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির নিজামীর মামলার রায় মঙ্গলবার সকালে হওয়ার কথা ছিল। কিন্তু তার অসুস্থতার কারণে রায় দেয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল নিজামীর স্বাস্থ্যপরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতেও কারাকর্তৃপক্ষকে নির্দেশ দেয়। এরপর দুপুরে কারা হাসপাতালের চিকিৎসকরা নিজামীকে দেখে আসেন।

নিজামী উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন জানিয়ে কারা কর্মকর্তা ফরমান আলী বলেন, “তার অবস্থার উন্নতি হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তারা আপাতত নিবিড় পর্যবেক্ষণে রাখতে বলেছেন।”

নিজামীর রক্তচাপের মাত্রা ও অসুস্থতার বিষয়ে আর কিছু বলতে রাজি হননি তিনি।

এদিকে জামায়াতে ইসলামী এক বিবৃতিতে দলের আমির নিজামীর সুচিকিৎসার ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বলেছে, কারাবন্দি অবস্থায় তার সুচিকিৎসা সম্ভবপর নয়।

নিজামীকে অন্য কোনো হাসপাতালে নেয়া হবে কি না- জানতে চাইলে এই কারা কর্মকর্তা বলেন, চিকিৎসকরা সে ধরনের কোনো পরামর্শ দেননি।

যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণার দিন ঠিক হওয়ার পর জামায়াত আমিরকে সোমবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কারাগারে আনা হয়।

কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত মাসে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে নিজামীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল।

গাজীপুর হাসপাতালের চিকিৎসকরা নিজামীর চোখের লেন্সে ময়লা জমার কথা বলেছিলেন। এছাড়া তার ডায়াবেটিস, হৃদরোগ ও মেরুদণ্ডে ব্যথার কথাও বলেন তারা।

মঙ্গলবার আদালতের কার্যক্রম শুরুর আগে নিজামীর আইনজীবী তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “রাতে তিনি (নিজামী) উচ্চ রক্তচাপে পড়েছেন। সকাল ৮টা পর্যন্ত তার অবস্থা খুবই খারাপ ছিল। তাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন (চিকিৎসকরা) এবং নড়াচড়া করতে নিষেধ করেছেন।”

তার আগে বেলা ১১টার দিকে কারা কর্মকর্তা ফরমান আলী জানিয়েছিলেন, রক্তচাপ বেড়ে যাওয়ায় নিজামীকে আদালতে নেয়া যাচ্ছে না।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উসকানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার মতো ১৬টি অভিযোগ নিজামীর বিরুদ্ধে।

২০১২ সালের ২৮ মে জামায়াত আমিরের বিচার শুরু হয়। তার দুই বছর আগে গ্রেপ্তার হন সাবেক এই মন্ত্রী।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ