ব্ল্যাকমেইলের শিকার আশরাফুল
স্পোর্টস রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ক্রিকেটে স্পটফিক্সিং নিয়ে আশরাফুলের স্বীকারোক্তিতে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন থেকে শুরু সব স্থানেই যেন আচমকা আগুনের হলকার আঁচ লেগেছে। যার তাপে পুড়ছে আশরাফুলের সহকর্মী, আশরাফুল ভক্তরা। যেন কিছুতেই এই কথা বিশ্বাস করার মত নয়।
আশরাফুলের বনশ্রী বাসায় গিয়ে দেখে মেলে অন্য এক আশরাফুলের। অনেকটাই নিভৃতচারী হয়ে গেছেন। বাসার বাইরে বের হন না। বাসাতেই টিভি দেখে সময় কাটে তার। এছাড়া বিভিন্ন পত্র পত্রিকাও অনলাইন পেপার পড়েই সময় কাটছে তার। এছাড়াও ফেসবুকের বিভিন্ন পোস্ট ও মন্তব্য দেখে অবসর কাটান।
আশরাফুলের নিকট সাম্প্রতিক ঘটে যাওয়া ব্যাপারে কথা বলতে চাইলে তিনি জানান তদন্তাধীন ব্যাপারে কথা বলা নিষেধ রয়েছে।
তবে তিনি ফাঁদে পড়ার ব্যাপারটি এবিসি নিউজ বিডিকে নিশ্চিত করেন।
আশরাফুলের বড়ভাই মুস্তাক আহমেদ শিপন জানান, আশরাফুল এমন কাজ করতে পারে তিনি বিশ্বাস করেন না। তিনি দাবি করেন আশরাফুলকে ফাঁদে ফেলা হয়েছে।
তিনি আরো জানান তাদের বিশ্বাস আশরাফুলের অবস্থান বিসিবি বুঝতে পারবে এবং যেহেতু সে অপরাধ করেছে এক্ষেত্রে তার লঘু শাস্তিই হবে।
আশরাফুলের প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায় আশরাফুলের এই ব্যাপার তারা কোনভাবেই বিশ্বাস করতে পারছেন না।
প্রতিবেশী ও ব্লগার ঘুড্ডির পাইলট জানান, যে আশরাফুলকে তারা চেনেন সেই আশরাফুল একজন সরল ছেলে। সে কোনভাবেই অবৈধ কাজকরতে পারে না।
রইসুল সাগর জানান, আশরাফুল এই কাজ করতে পারে না। তিনি জোড় গলা বলেন আশরাফুলকে ট্র্যাপে ফেলে এই কাজ করানো হয়েছে।
ওভাইদুল হক অভি জানান, আশরাফুল দোষী কিন্তু তাকে এই দোষ করতে বাধ্য করা হয়েছে, আশরাফুল ব্ল্যাকমেইলিং এর শিকার। জুয়াড়ি অথবা একটি মহল তার ক্যারিয়ার এর দুঃসময় কে বেছে নিয়ে এই ফাঁদে ফেলেছে। তিনি সেইসব অপরাধীর শাস্তি আগে নিশ্চিত করতে বলেন।
সেলিম আনোয়ার বলেন, আশরাফুলকে বাংলাদেশের ক্রিকেটে এখনো দরকার আছে। সে যদি ভুল করেও থাকে তার জন্য সে একাই দায়ী নয়।
হাসান জানান, আশরাফুলের এই ঘটনার নেপথ্যে যারা আছেন সবার আগে তাদের চিহ্নিত করে ব্যাবস্থা নিতে হবে না দেশের ক্রিকেটাঙ্গন রক্ষা করা কঠিন হয়ে যাবে।
সৌমেন জানান, তিনিও আশরাফুল দেশের ক্ষতির জন্য কোন কাজ করতে পারেন এটা অবিশ্যাস্য। তিনি চান আশরাফুল দ্রুত আবার ক্রিকেটে ফিরুক।
নাম প্রকাশ না করার শর্তে আশরাফুলের একটি ঘনিষ্ঠ সুত্র জানায়, আশরফুলকে ব্ল্যাকমেইল করা হয়েছে। ক্যারিয়ার এর এমন একটা সময় বেছে নেয়া হয়েছে যখন আশরাফুল সে ট্র্যাপে পা না দিলেই ক্যারিয়ার ধংস করার হুমকি দেয়া হয়।
সম্প্রতি আশরাফুল স্পট ফিক্সিং এর ব্যাপারে জড়িয়ে যান এবং দোষ স্বীকার করে অনুতপ্ত হয়ে জাতির কাছে ক্ষমা চান।