ফরমালিন আইনের খসড়া মন্ত্রিসভায়

Govt-logo-sm20130204080728সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ফরমালিন ব্যবহারে যাবজ্জীবন দণ্ডের বিধান রেখে তৈরি করা আইনের খসড়া মন্ত্রিসভায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। বিষাক্ত ফরমালিন ব্যবহারের বিরুদ্ধে আইন পাশ করার কথা জানিয়ে বানিজ্যমন্ত্রী বলেন, পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে ফরমালিন আইনের খসড়া উত্থাপন করা হবে। আজ এই আইনের খসড়া বাণিজ্যমন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে। ফরমালিন আমদানী নিষিদ্ধ করা হয়েছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, যারা নিষিদ্ধ ফরমালিন আমদানী করে ফল, মাছ, মাংস ও শাক-সব্জিতে মেশাবেন তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। তিনি ফরমালিন আমদানীকারকেদের সতর্ক করে দিয়ে বলেন, আমি আগেই বলেছি, বিষাক্ত ফরমালিনের বিরুদ্ধে আমাদের সরকার কঠোর অবস্থানে। যারা নিষিদ্ধ ফরমালিন আমদানী করবে সরকার তাদের কোনোভাবেই ছাড় দেবে না।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ