ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অগ্নিনির্বাপণ মহড়া

Fire-Drill-at-BRACরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত এই মহড়া চলে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স- এর পরিচালিত এই মহড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরা অংশগ্রহণ করেন।

১২ টার দিকে ফায়ার এ্যালার্ম বাজানোর মধ্য দিয়ে মহড়া শুরু করেন দমকলকর্মীরা। মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স- এর ৩ টি গাড়ী ও একটি এ্যম্বুলেন্সও ব্যবহার করা হয়। আগুন ধরলে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, নিরাপদে কিভাবে দুর্ঘটনা কবলিত ভবন থেকে বের হতে হবে, অন্যকে কিভাবে উদবধার করতে হবে, অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবহার ইত্যদি বিষয়ের মহড়া অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের ছাত্র জিসান আহমেদ বলেন যে এই ধরনের মহড়া নিয়মিত বিরতিতে প্রায়ই হওয়া উচিত। তিনি আধুনিক অগ্নিনির্বাপণ সরঞ্জামাদির ব্যবহারের উপর জোর দেন।

উল্লেখ্য, উক্ত বিশ্ববিদ্যালয়ে নিয়মিতই অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ