আইসিসির ১১তম প্রেসিডেন্ট কামাল
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আইসিসির ১১তম প্রেসিডেন্ট হলেন বাংলাদেশের আ হ ম মোস্তফা কামাল। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব পেয়েছেন তিনি। দায়িত্বটা পেয়ে রীতিমত আপ্লুত কামাল জানালেন, ‘আমি বাকহারা। এত বড় একটা দায়িত্ব পেয়ে ভীষণ খুশি।’ তবে নতুন নিয়ম অনুযায়ি প্রেসিডেন্ট পদটা শুধুই আলংকারিক। ছড়ি ঘোড়াবেন আসলে চেয়ারম্যান। সেই চেয়ারম্যানের দায়িত্বটা পেয়েছেন ভারতের শ্রীনিবাসন। চলতি সপ্তাহেই মেলবোর্নে সংস্থার বার্ষিক সভার সমাপ্তির পর দায়িত্বভার গ্রহণ করবেন শ্রীনি। আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসন সংস্থার সর্বোচ্চ পদের জন্য শ্রীনিবাসনের নাম প্রস্তাব করে বিসিসিআই। গত ৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে আইসিসির বৈঠকে তোলা প্রস্তাব চূড়ান্ত হয় ১০ এপ্রিলের বৈঠকে। ওই প্রস্তাব মোতাবেক আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সংবিধানে বেশ কিছু রদবদল ঘটতে চলেছে বলে জানা গিয়েছে। প্রস্তাব অনুযায়ী তৈরি হয়েছে এক নতুন এক্সিকিউটিভ কমিটি যা আইসিসি বোর্ডের কাছে রিপোর্ট করবে। জানা গেছে, কমিটির প্রাথমিক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ওয়ালি এডওয়ার্ডস। অন্য দিকে আইসিসি-র অর্থ ও বণিজ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবে আগের মতোই দায়িত্বে থাকছেন ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান গাইলস ক্লার্ক।