বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে রোববার

ParliamentSM2420130126061514ঢাকা: চলতি নবম জাতীয় সংসদের ১৬তম অধিবেশন বসছে রোববার। এটি এ সংসদের শেষ বছরের প্রথম অধিবেশন। বিকেল সাড়ে তিনটায় অধিবেশন শুরু হবে।

অধিবেশনের আগে বেলা আড়াইটায় কার্যউপদেষ্টা কমিটির মিটিংয়ে এ অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে।

সংবিধানের ৭৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী, এ অধিবেশ শুরুর দিন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ভাষণ দেবেন। পরে এ ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।

গত ৭ জানুয়ারি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেন।

এদিকে প্রধান বিরোধী দল বিএনপিসহ চারদলীয় জোটের পক্ষ থেকে সংসদ অধিবেশনে যোগ দেওয়া নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। দলের নীতি নির্ধারণী পর্যায়ে এখনো এ বিষয়ে আলোচনা হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে বিরোধী দলকে সংসদে যোগদানের আহ্বান জানিয়েছেন চিফ হুইপ আব্দুস শহীদ বাংলানিউজকে বলেন, “বিরোধী দল যদি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে তবে তাদের সংসদে যোগ দেওয়া উচিত। সংসদীয় গণতন্ত্রে আস্থা রাখতে হলে সংসদে যোগ দিতে হবে।”

সংসদ সদস্য পদ রক্ষায় বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের সদস্যরা সর্বশেষ গত বছরের ১৮ মার্চ সংসদে আসেন। ২০ মার্চ বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বক্তব্যের পর সংসদ ত্যাগ করলে আর ফেরেননি তারা।

বিএনপির দলীয়ভাবে সংসদে অনুপস্থিতি ৫০ কার্যদিবস। সদস্য পদ থেকে পদত্যাগ না করলে আগামী বছরের যে কোন একটি অধিবেশনে যোগ দিলেই চলছে বিএনপিসহ শরিক দলগুলোর।

প্রসঙ্গত, সংবিধানের ৬৭ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের অনুমতি ছাড়া টানা ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ চলে যাওয়ার বিধান রয়েছে।

এদিকে রোববার থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে উত্থাপনের জন্য গত বৃহস্পতিবার পর্যন্ত নতুন তিনটিসহ মোট ১২টি সরকারি বিল জমা পড়েছে সংসদ সচিবালয়ে।

নতুন তিনটি বিল হলো- পরিসংখ্যান বিল-২০১২, বাংলাদেশ, রেশম উন্নয়ন বোর্ড বিল-২০১২, ইসলামিক ফাউন্ডেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৩। এ তিনটি বিল সংসদে উত্থাপন করা হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শুরু হতে যাওয়া অধিবেশনে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল-২০১০, আদালত অবমাননা বিল-২০১২সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ জানুয়ারি চলতি ৯ম জাতীয় সংসদের যাত্রা শুরু হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ