আলোচিত-সমালোচিত উপ-নির্বাচনে সেলিম ওসমানকে বিজয়ী ঘোষনা
আবদুল্লা বিন আনোয়ার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ আলোচিত-সমালোচিত নারায়নগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সেলিম ওসমান। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এস এম আকরাম এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন।
ব্যাপক অনিয়ম আর অব্যবস্থাপনার মধ্যে বৃহস্পতিবার জাতীয় সংসদের নারায়নগঞ্জ-৫ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপারে জোর করে সিল মারা, পুলিশের এএসপিকে কেন্দ্র ছেড়ে চলে যেতে বলা, টেলিফোনে কর্তব্যরত পুলিশকে অশালীন ভাষায় গালা-গাল করার মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ঘোষিত বেসরকারী ফলাফলে ওসমান পরিবারের সদস্য লাঙ্গল প্রতীকের প্রার্থী সেলিম ওসমান পেয়েছেন ৮২ হাজার ৮৫৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের এস এম আকরাম পেয়েছেন ৬৪ হাজার ১১৪ ভোট। রাতে রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ এ ফল ঘোষণা করেন।
১৪১ কেন্দ্রের মধ্যে ১৪০টির বেসরকারি ফল পাওয়া গেছে। একটি কেন্দ্রের ফল স্থগিত আছে। তবে ওই কেন্দ্রের ভোটার সংখ্যা দুই হাজারের অধিক। তাই সেলিম ওসমানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ আসনে মোট ভোটার তিন লাখ ৪২ হাজার ৪০৫ জন।
সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটায় শেষ হওয়া এই নির্বাচন শান্তিপূর্ণ হলেও ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম। তবে সার্বিক দিক বিবেচনায় সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
আওয়ামী লীগের আলোচিত সাংসদ (নারায়ণগঞ্জ-৪) শামীম ওসমানের ভাই জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমান গত ২৯ এপ্রিল মারা গেলে আসনটি শূন্য হয়। এই আসনে তাঁদের আরেক ভাই সেলিম ওসমান জাতীয় পার্টির মনোনয়নে প্রার্থী হন।
আওয়ামী লীগ এখানে কোনো প্রার্থী দেয়নি। এই আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এস এম আকরাম স্বতন্ত্র প্রার্থী হন।
এ নির্বাচনে আরও দুজন প্রার্থী ছিলেন। তাঁরা হলেন কৃষক শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম দেলোয়ার ও মামুন সিরাজুল মজিদ।