ভেজাল বিরোধী অভিযান স্থায়ী হচ্ছে : বেনজির

Benojir বেনজিরসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নগরবাসীকে ভেজালমুক্ত খাবার নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চলমান ভেজাল বিরোধী অভিযানকে স্থায়ী রূপ দিতে যাচ্ছে। এজন্য প্রক্রিয়াও শুরু করা হয়েছে। রাজধানীর ২৩৫ টি কাঁচাবাজারে স্থায়ী বুথ খোলা হবে এবং এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্ত থাকবে। এছাড়া আসন্ন রমজানে রাজধানীতে হাইটেক নিরাপত্তা বলয় তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ শনিবার দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ নিরাপত্তা বলয় তৈরির ক্ষেত্রে নগরবাসীর সহায়তা চান। তিনি বলেন, ‘অব্যাহত থাকবে ফরমালিনের বিরুদ্ধে ডিএমপির মোবাইল কোর্ট। সাম্প্রতিক সময়ে রাজধানীর বাজারগুলোতে ফরমালিনযুক্ত খাবার পাওয়া যাচ্ছে না। এতে বোঝা যায় প্রান্তিক পর্যায়ে খাবারে ফরমালিনের ব্যবহার কমে আসছে।’ নগরবাসীর সহায়তা চেয়ে কমিশনার বলেন, ‘নগরীর নিরাপত্তার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যাদের সামর্থ আছে হাইটেক নিরাপত্তার লক্ষ্যে বাসা বাড়ি এবং অফিসে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর আহ্বান জানাচ্ছি।’ রমজানে ডিএমপির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আসন্ন রমজানে নগরবাসী যেন ঘর থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফিরতে পারে, নির্বিঘ্নে শপিং করতে পারে, তারাবির নামাজ পড়ে নিরাপদে ঘরে ফিরতে পারে এ লক্ষ্যে ডিএমপি নগরবাসীকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে। এ জন্য কমিউনিটি পুলিশের কার্যক্রম বাড়ানো হচ্ছে।’ এসময় কমিশনার রমজানে উদ্দেশ্য প্রণোদিতভাবে পণ্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন। রমজানে ব্যবসায়ী এবং ব্যাংকগুলোকে বড় অঙ্কের টাকা লেনদেনের আগে পুলিশের সহায়তা চাওয়ার আহ্বান জানান কমিশনার। তিনি বলেন, ‘ব্যাংক এবং ব্যবসায়ীদের অনুরোধ করব বড় ধরণের টাকা লেনদেন করার পূর্বে তারা যেন নিকটস্থ থানাকে অবহিত করেন।’ রাজধানীতে হাজার হাজার ব্যাংক এজেন্ট আছে উল্লেখ করে কমিশনার বলেন, ‘ব্যাংকগুলো যেন প্রাইভেট সিকিউরিটি কোম্পানির মাধ্যমে তাদের এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করেন।’ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল মন্ডল, মারুফ হাসান ও ইব্রাহীম ফাতেমী এবং যুগ্ম কমিশনার ওয়াই এম বেলালুর রহমান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ